সংবাদ সংস্থা মুম্বই: ‘অ্যানিম্যাল’-এর পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার আগামী ছবি ‘স্পিরিট’-এর জন্য দীপিকা পাড়ুকোনের নাম চূড়ান্ত হওয়ার পর সব কাগজপত্রও সই হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই সব ওলটপালট! পরিচালকের সঙ্গে তীব্র মতবিরোধের জেরেই নাকি এই প্রজেক্ট থেকে বাদ পড়লেন বলিউডের এই শীর্ষ নায়িকা!

 

সূত্রের খবর, দীপিকার তরফ থেকে নাকি জানিয়ে দেওয়া হয়েছিল, তিনি দিনে ছ’ঘণ্টার বেশি শুটিং করবেন না। তাতেই চমকে যান পরিচালক। এখানেই শেষ নয়, দীপিকার এজেন্সি দাবি তোলে, যদি শুটিং ১০০ দিনের বেশি গড়ায়, তবে অতিরিক্ত প্রতিটি দিনের জন্য আলাদা করে টাকা দিতে হবে। এখানেই নাকি শেষ হয়। জল আরও গড়ায়, যখন দীপিকার তরফে জানানো হয় নিজের পারিশ্রমিক ৪০ কোটি টাকার পাশাপাশি ছবির লভ্যাংশ থেকেও ভাগ দিতে হবে তাঁকে। এমনকী, তেলেগু সংলাপও বলবেন না দীপিকা, জানায় অভিনেত্রীর টিম। পরিচালক যখন প্রযোজকের সঙ্গে আলোচনায় বসেন, তখনও দুই পক্ষের সমঝোতা হয়নি। সূত্রের দাবি, দীপিকার টিম কোনওরকম ছাড় দিতে নারাজ ছিল। অবশেষে সন্দীপ রেড্ডি ভাঙ্গা নাকি নিজেই দীপিকাকে প্রজেক্ট থেকে সরে যাওয়ার অনুরোধ করেন!

 

জানা যাচ্ছে, এই ছবির জন্য দীপিকা পারিশ্রমিক নিচ্ছিলেন প্রায় ৪০ কোটি টাকা! এখন সেই বাজেট খানিকটা কমিয়ে অন্য অভিনেত্রীর খোঁজে নেমেছেন ভাঙ্গা। যেহেতু অক্টোবর ২০২৫-এ শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে, তাই আগামী এক মাসের মধ্যেই নতুন অভিনেত্রীর নাম চূড়ান্ত হয়ে যাবে বলেই খবর।

 

তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর বলছে, দীপিকার কাজের ধরনে বেশ হতাশ সন্দীপ রেড্ডি ভাঙ্গা। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত অনুষ্ঠানিভাবে কোনওরকম বিবৃতি পেশ করা হয়নি সন্দীপ অথবা দীপিকা কারও তরফেই।  এখন দেখা যাক, কে হন এই ‘স্পিরিট’-এর নতুন মুখ!