আজকাল ওয়েবডেস্ক: আদালত চত্বরে হাতি ঢুকে চরম বিশৃঙ্খলা। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারে। একটি বুনো হাতি হঠাতই ঢুকে পড়ে উত্তরাখণ্ডের একটি আদালতে। স্থানীয় রাজাজি টাইগার রিজার্ভ থেকে হাতিটি বেরিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতিটি কোর্টে প্রবেশের দরজা ভেঙে ঢুকে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় দেওয়ালের কিছুটা অংশও। এই ছবি রীতিমতো ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। কর্তৃপক্ষরা হটাৎ ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে হতচকিত হয়ে যান। খবর দেওয়া হয় বন দপ্তরের আধিকারিকদের। তাঁরা এসে হাওয়ায় গুলি ছুঁড়ে হাতিটিকে ভয় দেখান। এরপর হাতিটিকে ফেরত পাঠানো হয় রাজাজি টাইগার রিজার্ভে। স্বস্তি ফেরে সকলের মধ্যে।