
বুধবার ২১ মে ২০২৫
আজকাল ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে 'বাবা ভাঙ্গা'র ভবিষ্যদ্বাণী যেমন আলোড়ন তোলে, ঠিক তেমনই জাপানেও জন্ম নিয়েছে এক রহস্যময় ভবিষ্যৎদ্রষ্টা—মাঙ্গা শিল্পী রিও তাতসুকি (Ryo Tatsuki), যাঁর লেখায় আগামী জুলাই মাসকে ঘিরে ভয়াবহ এক প্রাকৃতিক বিপর্যয়ের আঁচ পাওয়া যাচ্ছে। আর সেই আশঙ্কাতেই ইতিমধ্যেই হাজার হাজার পর্যটক তাঁদের জাপান ভ্রমণ বাতিল করে ফেলেছেন।
১৯৯৯ সালে প্রকাশিত তাঁর বই ‘দ্য ফিউচার আই স’-এ তাতসুকি কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর ভবিষ্যদর্শনের কথা লেখেন। অনেকেই বলছেন, সেই লেখার অনেক ঘটনাই ইতিমধ্যে বাস্তবে ঘটে গিয়েছে। এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর ছিল ২০১১ সালের মার্চ মাসে ঘটে যাওয়া টোহোকু ভূমিকম্প ও সুনামির ভবিষ্যদ্বাণী—যে বিপর্যয়ে প্রাণ গিয়েছিল ১৮ হাজারেরও বেশি মানুষের।
তবে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে তাতসুকির একটি সাম্প্রতিক ভবিষ্যদ্বাণী—যা তিনি তাঁর বইয়ের ২০২১ সালের ‘কমপ্লিট এডিশন’-এ লিখেছিলেন। তাতে বলা হয়েছে, ২০২৫ সালের ৫ জুলাই জাপানের ঠিক নিচে, ফিলিপাইন ও জাপানের মাঝে সমুদ্রতলে একটি ফাটল ধরবে, এবং সেখান থেকেই সৃষ্টি হবে এক ভয়ংকর ধ্বংসযজ্ঞ! তাঁর দাবি অনুযায়ী, এই ফাটল থেকে ছুটে আসবে এমন এক সুনামি, যার ঢেউ হবে টোহোকু বিপর্যয়ের থেকেও তিনগুণ বড়। শুধু তাই নয়, তিনি লিখেছেন “সমুদ্রের জল ফুটে উঠবে...”—যা অনেকের মতে, জলের তলার এক বিশালকার আগ্নেয়গিরির ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতের ইঙ্গিত। এই বিপর্যয়ের কেন্দ্রবিন্দু হিসেবে তিনি এঁকেছেন এক হীরের মতো আকৃতির অঞ্চল—যেটি জাপান, ইন্দোনেশিয়া, তাইওয়ান ও নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জকে জুড়ে রেখেছে। অর্থাৎ প্রায় গোটা পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলই পড়ছে সেই ধ্বংসের আওতায়!
এই ভবিষ্যদ্বাণী সামনে আসতেই আতঙ্ক চরমে উঠেছে। হংকং ভিত্তিক এক পর্যটন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সি এন ইউয়েন জানাচ্ছেন, ইস্টার ছুটিতেই জাপানগামী ট্যুর বুকিং প্রায় ৫০ শতাংশ কমে গেছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী সপ্তাহগুলোতে সেই সংখ্যা আরও কমবে।
এই আতঙ্ক আরও গভীর হয় যখন জাপানে অবস্থিত চীনা দূতাবাস গত মাসেই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করে। তাতে স্পষ্টভাবে বলা হয়, জাপানে ভ্রমণ বা বসবাস করছেন—তাঁদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
প্রসঙ্গত, রিও তাতসুকি পেশায় একজন মাঙ্গা শিল্পী হলেও, বহু বছর ধরেই তিনি দাবি করে আসছেন—তিনি ভবিষ্যৎ দেখতে পান। তাঁর বইয়ে এমন বহু ঘটনার উল্লেখ রয়েছে, যেগুলি পরে বাস্তব হয়েছে বলেই মত অনুগামীদের। যেমন, ফ্রেডি মারকিউরির মৃত্যু, ১৯৯৫ সালের কোবে ভূমিকম্প—এসব নিয়েও তিনি আগাম লিখে ফেলেছিলেন বলে দাবি।
বিজ্ঞানের চোখে এসব ভবিষ্যদ্বাণী নিছক কাকতালীয়। কিন্তু ইতিহাস বলছে, একাধিকবার এই ‘কাকতালীয় ব্যাপার স্যাপার’ হাড় হিম করা সত্যি হয়ে উঠেছে। আর তাই এবার জুলাই ৫-কে ঘিরে বাতাসে ঘনিয়ে উঠেছে দমবন্ধ করা আতঙ্ক!
বৃহস্পতির উদয়ে ৩ রাশির ভাগ্যের ভোলবদল! ঘুচবে দুঃখ-কষ্ট, সাফল্যে মুড়বে কেরিয়ার, অর্থসুখে কাটবে জীবন
প্রতি মাসে বিদ্যুতের বিলে অনায়াসে বাঁচানো যাবে এক হাজার টাকা, মেনে চলুন এই সহজ নিয়ম
রোগা হওয়ার জন্য কলা খাচ্ছেন না? সত্যি কি এই ফল খেলে ওজন বাড়ে? সঠিক উত্তর জানলে ধারণা বদলে যাবে
চরিত্র বদলে ফের হানা করোনার! নতুন ভ্যারিয়েন্টের থেকে বাঁচতে কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?
ইমিউনিটি থেকে ওজন, সব থাকবে হাতের মুঠোয়! ভাত-রুটির বদলে ডিনারে খান এই নিরামিষ স্যুপ, শরীর থাকবে ঝরঝরে
রাতভর এপাশ-ওপাশ? ঘরে চিরচেনা এই সাদা ফুল রেখে দেখুন তো! বিছানায় শুলেই দু'চোখ জুড়ে আসবে ঘুম
ছবিতে লুকিয়ে আছে এক মহিলার অবয়ব, দেখুন তো খুঁজে পান কি না
চিপস খেয়েও ফিট থাকতে চান? জানুন স্বাস্থ্যকর চিপসের হরেক রেসিপি
সন্তান সারাদিন একা থাকে? কীভাবে স্বাবলম্বী হয়ে উঠতে শেখাবেন, জানুন বিশিষ্ট মনোবিদের পরামর্শ
ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করেন? টান ধরে পেশিতে? শরীরে পুষ্টির ঘাটতি নয় তো! ৫ লক্ষণ দেখে বুঝুন বিপদ সংকেত
হাঁটা না দৌড়ানো, শরীরের জন্য কোনটি সেরা? কোন কার্ডিওতে দ্রুত কমে ওজন? সঠিক উত্তরে লুকিয়ে সুস্বাস্থ্যের রহস্য
মাত্র ২১ দিনে শরীরে বন্ধ হবে ইউরিক অ্যাসিডের তাণ্ডব! রোজ সকালে এই পানীয়ই হাড় থেকে নিংড়ে নেবে ব্যথা
রাতবিরেতে অসহ্য দাঁতের ব্যথা? মুঠোমুঠো ওষুধ না খেয়ে ফিটকিরির সঙ্গে এই সব জিনিস মিশিয়ে লাগান, চটজলদি পাবেন স্বস্তি
কালো বিড়াল দেখলেই বিপদের ভয় পান? সত্যি কি এটি অশুভ ইঙ্গিত! ভুল ধারণা না রেখে জানুন আসল সত্যি
চটপটা- ঝালঝাল, পুষ্টিগুণেও দশে দশ! সন্তানের টিফিনে দিন প্যান ফ্রায়েড পনির টিক্কা
বিপদ হওয়ার আগেই চিনে নিন নীরব ঘাতককে! রোজকার এই পাঁচটি লক্ষণ উপেক্ষা করলেই বাসা বাঁধতে পারে মারণরোগ