আজকাল ওয়েবডেস্ক: বিপর্যস্ত বেঙ্গালুরু। অতি ভারী বৃষ্টিপাতে শহরের বিভিন্ন জায়গা জলমগ্ন। জল থই থই  শহরের রাস্তাঘাট। কোথাও হাঁটু সমান জল, তো কোথাও আবার জল কোমর ছুঁইছুঁই। বিপদ এড়াতে কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নও করে রাখা হয়েছে। এই অবস্থায় বুলডোজারে চেপে শহর পরিদর্শন করলেন বেঙ্গালুরুর বিজেপি বিধায়ক বি বাসবরাজ। শ্রী লে-আউট অঞ্চল ঘুরে দেখেন তিনি। 

গত ২৪ ঘন্টায় শহরে প্রায় ১০৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। যার ফলে অনেক নীচু এলাকা প্লাবিত হয়েছে। শহরজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শহরের ভয়াবহ দৃশ্য নতুন নয়। প্রতি বছর বৃষ্টি হলেই তাই প্রমাদ গোনেন দেশের প্রযুক্তি রাজধানীর বাসিন্দারা।

জলের কারণে বেঙ্গালুরুতে একটি আবাসনের বেসমেন্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধ এবং এক নাবালকের মৃত্যু হয়েছে। সোমবার বেঙ্গালুরুতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গিয়েছে যে, ৬৩ বছর বয়সী মনমোহন কামাথ জমা জল বের করার জন্য একটি বহিরাগত মোটর ব্যবহার করছিলেন, সেই সময় শর্ট সার্কিট হয়ে যায়। তাতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বৃদ্ধ। জলমগ্ন বেসমেন্টের ভেতরে দাঁড়িয়ে থাকা দীনেশ-ও (১২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

 

?ref_src=twsrc%5Etfw">May 19, 2025

কর্নাটক রাজ্য দুর্যোগ পর্যবেক্ষণ বিভাগ জানিয়েছে যে কেঙ্গেরিতে সর্বোচ্চ ১৩২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তার পরেই উত্তর বেঙ্গালুরুর ভাদেরাহাল্লিতে ১৩১.৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। আরও বেশ কয়েকটি এলাকায় রাতভর ১০০ মিমিরও বেশি বৃষ্টিপাত হয়েছে।