আজকাল ওয়েবডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের আবহে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ছিলেন প্রাক্তন ইংল্যান্ড অলরাউন্ডার মইন আলির বাবা-মা। পহেলগাঁওয়ের ঘটনার বদলা নিতে ভারত পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় অপারেশন সিঁদুরে। কেকেআর তারকা জানালেন, ভারতের অপারেশন সিঁদুর-এর সময় তাঁর পরিবারের সদস্যরা ওই অঞ্চলেই ছিলেন। চলতি আইপিএলে কলকাতার হয়ে খেলছেন মইন।

সে কারণে, বর্তমানে তাঁর স্ত্রী ও সন্তানদের সঙ্গে ভারতেই রয়েছেন তিনি। কিন্তু গত ৯ মে সীমান্তে উত্তেজনার কারণে স্থগিত করা হয় আইপিএল। ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি প্রথম ইনিংসের মাঝপথেই বন্ধ হয়ে যায়। পরিস্থিতি শান্ত হওয়ার পর ফের আইপিএল শুরু হয়েছে। কিন্তু অনেক বিদেশি ক্রিকেটারই আর ভারতে ফেরেননি। পাকিস্তানি বংশোদ্ভূত এই স্পিন অলরাউন্ডার জানান, ভারত-পাক উত্তেজনা চূড়ান্ত রূপ নেওয়ার ঠিক আগেই তাঁর পরিবারের সদস্যরা বিমানে পাকিস্তান ছেড়েছিলেন।

ফলে, বড় বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন তাঁরা। তিনি জানান, ‘আমার বাবা-মা তখন কাশ্মীরে ছিলেন পাকিস্তানের দিকটায়। স্ট্রাইক হওয়ার জায়গা থেকে এক ঘণ্টার মতো দূরে। হয়তো একটু বেশিও হবে। পুরো ব্যাপারটা খুবই ভয়ের ছিল। তবে ভাগ্য ভাল যে সেদিনই তাঁরা বিমানে উঠতে পেরেছিলেন’। এক পডকাস্টে জানিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অলরাউন্ডার। তিনি জানান, ‘পুরো ব্যাপারটাই খুব ভয়ের ছিল। কাশ্মীরে হামলা হয়েছিল, তারপর পরিস্থিতি হঠাৎই জটিল হয়ে যায়। মনে হচ্ছিল যুদ্ধ শুরু হয়ে গেছে। যদিও আমরা কোনও বিস্ফোরণ শুনিনি। হঠাৎ করেই সবাই বেরিয়ে পড়ছে, সবাই চায় নিজের পরিবারকে নিরাপদে রাখতে’।

মইন জানান, বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ঘিরে ধরেছিল তাঁকে। তার ওপর সেই সময় অনেক বিদেশি খেলোয়াড় যত তাড়াতাড়ি সম্ভব ভারত ছাড়ার চেষ্টা করছিলেন। তাঁর কথায়, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিরাপদ থাকা, যতটা সম্ভব নিজের পরিবারকে রক্ষা করা। আমি এমনিতেই টুর্নামেন্ট থেকে বেরিয়ে গিয়েছিলাম। তার ওপর নিজে সেই সময় অসুস্থ। সবথেকে গুরুত্বপূর্ণ ছিল দেশে ফেরা’।