
বুধবার ২১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিরল ও জটিল জেনেটিক সমস্যার কারণে মহাসমস্যায় পড়লেন এক ২৩ বছর বয়সি মহিলা। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, মহিলার যোনি ক্রমশ সরু হতে হতে ক্রমশ বন্ধই হয়ে যায়। একই সঙ্গে তাঁর শরীরে বাহ্যিকভাবে শিশ্নের মতো একটি অঙ্গ (মাইক্রোপেনিস) তৈরি হয়। ঘটনাটি ঘটেছে ভারতের নাগপুরের শালিনিতাই মেঘে হাসপাতালে।
ঘটনার কথা প্রকাশিত হয়েছে বিজ্ঞানপত্রিকা কিউরিয়াস-এ। রিপোর্টে চিকিৎসকরা জানিয়েছেন, ২২ বছর বয়সে ওই মহিলা প্রথমবার হাসপাতালে আসেন। জন্ম থেকেই তাঁর ক্লিটোরিস আকারে বড় ছিল, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ক্লিটোরোমেগালি বলা হয়। প্রাথমিকভাবে ছোট থাকলেও, ধীরে ধীরে সেটি প্রায় ১.৮ ইঞ্চি (৪.৫ সেমি) লম্বা এবং ০.৪ ইঞ্চি (১ সেমি) চওড়া হয়ে যায় – যা সাধারণ আকারের চেয়ে প্রায় দশ গুণ বড়। চিকিৎসকেরা আরও জানান যে, গত দুই বছর ধরে রোগিণীর যোনিদ্বার ক্রমশ সরু হয়ে আসছে। দেখা যায় যোনির চারপাশে অণ্ডকোষের মতো চামড়া তৈরি হওয়ার কারণে যোনিমুখ প্রায় ০.২ ইঞ্চি (৫ মিমি) সংকীর্ণ হয়ে গেছে। এছাড়াও, গত চার বছর ধরে রোগীর মুখে অত্যধিক লোম গজানোর সমস্যা দেখা দিয়েছে।
৪ ফুট ৬ ইঞ্চি (১৩৭ সেমি) লম্বা, ৪১ কেজি ওজনের ওই মহিলা গঠনগত দিক থেকে শীর্ণকায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু তাঁর স্তন সেভাবে বিকশিত হয়নি। বরং শরীরে পুরুষদের মতো কিছু ‘সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য’ প্রকাশ পেয়েছিল।
মহিলা ২৩ বছরে পৌঁছতে চিকিৎসকেরা রোগীর দেহে ‘ফেমিনাইজিং জেনিটোপ্লাস্টি’ নামক একটি জটিল অস্ত্রোপচার করেন। এই পদ্ধতির মাধ্যমে ক্লিটোরোপ্লাস্টি করে ভগাঙ্কুরের আকার ছোট করা হয়, ল্যাবিয়াপ্লাস্টি করে যোনির বাইরের ল্যাবিয়ার গঠন ঠিক করা হয় এবং ভ্যাজাইনোপ্লাস্টি করে যোনির মুখের চারপাশের অণ্ডকোষের মতো চামড়া সরিয়ে ফেলা হয়। রিপোর্টে অনুযায়ী অস্ত্রোপচারের পাঁচ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পান রোগী। পরবর্তীকালে আর কোনও শারীরিক জটিলতা দেখা যায়নি।
প্রসঙ্গত, ক্লিটোরোমেগালি বা ম্যাক্রোক্লিটোরিস একটি বিরল শারীরিক অবস্থা, যার ফলে মহিলাদের বাহ্যিক যৌনাঙ্গের অস্বাভাবিক বিকাশ ঘটে এবং অনেক সময় তা পুরুষদের যৌনাঙ্গের মতো দেখতে হয়। বিশ্বজুড়ে প্রতি এক লক্ষ মহিলার মধ্যে আনুমানিক একজন এই সমস্যায় আক্রান্ত হন। মনে করা হয়, জিনগত পরিবর্তনের কারণে যৌন হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিলে এই রোগ হয়।
বুকে ব্যথা নেই, তবুও হতে পারে হৃদরোগ! চিনে নিন এই মারণব্যাধির ৫টি নীরব লক্ষণ, উপেক্ষা করলেই মৃত্যু
ক্যানসারের ‘অ্যানসার’ লুকিয়ে আছে মানুষের মলে! ‘যুগান্তকারী’ গবেষণায় শোরগোল মার্কিন মুলুকে
কোলন ক্যানসারের যম অতিপরিচিত এই খাবার! নতুন গবেষণায় আশার আলো বিজ্ঞানী মহলে
বাতকর্মেই রোগমুক্তি! বায়ু ত্যাগে ম্যাজিকের মতো সেরে যায় এই রোগ! শুধু জানতে হবে সঠিক পদ্ধতি
সকালে না রাতে? খাবার খাওয়ার আগে না পরে? কখন মাপবেন রক্তচাপ?
Exclusive: টাকে চুল গজাবে? টানটান হবে মুখ! রূপটানের দুনিয়ায় নতুন রাজা ‘পিআরপি’তে কত খরচ? কীভাবে হয়? কী বলছেন চর্ম-চিকিৎসক?
পরিচিত এনার্জি ড্রিংকের উপাদানে বৃদ্ধি করতে পারে ব্লাড ক্যানসারের সম্ভাবনা! দাবি নতুন গবেষণার
আগে থেকেই সংকেত দেয় ডায়াবেটিস! সময় মতো আটকাতে চিনে নিন পাঁচ উপসর্গ
তাড়াহুড়ো করে খেয়ে অফিসে ছুটছেন রোজ? অতিদ্রুত খাবার খাওয়া শরীরের কী সর্বনাশ করে জানেন?