
বুধবার ২১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্কঃ আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি হল কিডনি। মূত্র থেকে শুরু করে শরীরে হরমোনের ভারসাম্য, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ সহ একাধিক জরুরি কাজ একা হাতে সামলায় এই অঙ্গ। তাই সুস্থ থাকতে বৃক্কের হাল ঠিক রাখা জরুরি। মানুষের শরীরে কিডনির সংখ্যা দু’টি, তাই একটি বিকল হলেও কাজ চলতে পারে অন্যটি দিয়ে। ফলে অন্যান্য অঙ্গের মতো প্রথমেই কিডনির ক্ষতির আঁচ পাওয়া যায় না। আর সময় থাকতে কিডনির সমস্যা ধরা না পড়লে সেরে ওঠার সম্ভাবনাও কমতে থাকে। তবে শরীরের কিছু লক্ষণ রয়েছে যা কিডনির স্বাস্থ্য সম্পর্কে ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে রাতের দিকে কয়েকটি লক্ষণ দেখলে সতর্ক হওয়া জরুরি। জেনে নেওয়া যাক সেই বিষয়ে-
১. রাতে অতিরিক্ত প্রস্রাব- ঘন ঘন প্রস্রাবের লক্ষণ শুধু ডায়াবেটিসের নয়, কিডনির অসুখের কারণেও হতে পারে। যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় নকচুরিয়া। বিশেষত রাতে স্বাভাবিকের তুলনায় বেশি মূত্রত্যাগ করতে হলে সতর্ক হওয়া প্রয়োজন।
২. হাত-পা ফুলে যাওয়া- রাতে শুয়ে থাকার সময়ে যদি হাত-পা অস্বাভাবিক ফুলে গেছে লক্ষ্য করেন তাহলে অবহেলা করবেন না। কিডনির সমস্যায় শরীরে সোডিয়ামের ভারসাম্য নষ্ট হয়। যার ফলে হাত-পা ফুলে যায়। পায়ের আঙুল, পায়ের পাতা, গোড়ালি ফুলে গিয়ে যদি ব্যথা অনুভূত না হয় তাহলে তা কিডনির অসুখের সংকেত হতে পারে।
৩. অনিদ্রা- কিডনি ঠিক মতো কাজ না করলে মূত্রের মাধ্যমে বর্জ্য পদার্থ দেহের বাইরে বেরতে পারে না। যার ফলে ঘুমে ব্যাঘাত ঘটে। দেখা গিয়েছে, যাদের কিডনির অসুখ রয়েছে, তাঁদের সুস্থ মানুষের তুলনায় ঘুমের সমস্যা বেশি হয়। তাই হঠাৎ অনিদ্রার সমস্যা দেখা দিলে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত।
৪. ক্লান্তিভাব- সারাদিনের কাজের শেষে ক্লান্তি আসা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত ক্লান্ত লাগলে সতর্ক হওয়া জরুরি। চিকিৎসকদের মতে, কিডনির কার্যকারিতা স্বাভাবিক না থাকলে শরীরে কম লোহিত রক্ত কণিকা উৎপাদন হয়। যার ফলে অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয়। সঙ্গে মস্তিষ্কে অক্সিজেনের অভাব হয়।
৫. ত্বকে চুলকানি- কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ ঠিক মতো বের করতে না পারলে ত্বকেও লক্ষণ দেখা যায়। ত্বকে র্যাশ, চুলকানি, ব্যথা হতে পারে। হাত, মুখ পায়ে ত্বকের বিভিন্ন সমস্যা প্রকট হতে পারে। এই ধরনের কোনও লক্ষণ দেখলেও সতর্ক হন।
গরম পড়তেই চুলের দফারফা? শুধু শ্যাম্পু-কন্ডিশনার নয়, এই কটি কৌশলেই লুকিয়ে ঝলমলে চুলের রহস্য
যেখানে-সেখানে দাঁড়িয়ে জল খান? এই 'ভুলটা' করেই চলেছেন বলে শরীরে বাসা বাঁধছে মারণ রোগ!
মাংস-ডিমের চেয়েও বেশি প্রোটিন! নিয়মিত এই কটি বীজ খেলেই ঘাটতি হবে না পুষ্টির, আপনি খাচ্ছেন তো?
মলাশয় থেকে টেনে বার করে আনবে পুরনো মল! ফাইবারের খনি এই সব ফল খেলেই সকালে পেট হবে পরিষ্কার
ঋতুস্রাবের ব্যথায় ছটফট করেন? ওষুধ ছেড়ে এই ৫ পন্থায় ভরসা রাখুন, প্রতি মাসে পাবেন স্বস্তি
প্রতি মাসে বিদ্যুতের বিলে অনায়াসে বাঁচানো যাবে এক হাজার টাকা, মেনে চলুন এই সহজ নিয়ম
রোগা হওয়ার জন্য কলা খাচ্ছেন না? সত্যি কি এই ফল খেলে ওজন বাড়ে? সঠিক উত্তর জানলে ধারণা বদলে যাবে
চরিত্র বদলে ফের হানা করোনার! নতুন ভ্যারিয়েন্টের থেকে বাঁচতে কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?
তিনগুণ উঁচু ঢেউ, সাগর ফুটবে আগুনে! জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে কোন কোন দেশে বাতিল হচ্ছে হাজারো ভ্রমণ?
ইমিউনিটি থেকে ওজন, সব থাকবে হাতের মুঠোয়! ভাত-রুটির বদলে ডিনারে খান এই নিরামিষ স্যুপ, শরীর থাকবে ঝরঝরে
ছবিতে লুকিয়ে আছে এক মহিলার অবয়ব, দেখুন তো খুঁজে পান কি না
চিপস খেয়েও ফিট থাকতে চান? জানুন স্বাস্থ্যকর চিপসের হরেক রেসিপি
সন্তান সারাদিন একা থাকে? কীভাবে স্বাবলম্বী হয়ে উঠতে শেখাবেন, জানুন বিশিষ্ট মনোবিদের পরামর্শ
ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করেন? টান ধরে পেশিতে? শরীরে পুষ্টির ঘাটতি নয় তো! ৫ লক্ষণ দেখে বুঝুন বিপদ সংকেত
হাঁটা না দৌড়ানো, শরীরের জন্য কোনটি সেরা? কোন কার্ডিওতে দ্রুত কমে ওজন? সঠিক উত্তরে লুকিয়ে সুস্বাস্থ্যের রহস্য