বৃহস্পতিবার ২২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | 'ওর মজ্জায় লড়াই, সবসময়ে জিততে চায়', ইস্টবেঙ্গলের নতুন তারকাকে নিয়ে অকপট কোচ

KM | ২১ মে ২০২৫ ১৮ : ৩৯Krishanu Mazumder


কৃশানু মজুমদার: ইন্দোনেশিয়ার একটি ক্লাবের প্রস্তাব ছিল। অফার ছিল সৌদি আরবের ক্লাবেরও। কিন্তু প্যালেস্তাইনের তারকা ফুটবলার মহম্মদ রশিদের নতুন ঠিকানা হতে চলেছে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব। বুঝিয়ে সুঝিয়ে রশিদকে ইস্টবেঙ্গলের জার্সি পরানো হচ্ছে এবার। 

সার্চ ইঞ্জিনে প্যালেস্তাইন লিখলেই চোখে পড়ে  মৃত্যুমিছিলের খবর। ফুটে ওঠে রক্তস্নাত সংঘাতের ছবি। 

সেই প্যালেস্তাইনের ফুটবলার মহম্মদ রশিদকে নিয়ে কলকাতার ফুটবল মেতে উঠেছে। সার্চ ইঞ্জিনে তাঁকে নিয়ে খবর। মাঠে নামার আগেই দূরদেশের এক ফুটবলার জনপ্রিয় হয়ে ওঠেন এই বঙ্গে। ফুটবল মিলিয়ে দেয় প্যালেস্তাইন আর কলকাতাকে।  

নতুন মরশুমে জার্সির রং বদলাচ্ছে রশিদের।  হাতের তালুর মতো রশিদকে চেনা যুব দলের সহকারী কোচ হুসাম ইুউনিস সুদূর প্যালেস্তাইন থেকে আজকাল ডট ইনের প্রতিনিধিকে বলছেন, ''রশিদকে আমি বহুদিন ধরে চিনি। দারুণ পরিশ্রমী। কঠোর অনুশীলন এবং পরিশ্রম করেই উন্নতি করেছে। হি ইজ আ ফাইটার অফ দ্য গেম। সত্যিকারের যোদ্ধা। একজন ফুটবল যোদ্ধা রশিদ বললেও অত্যুক্তি করা হবে না। সবসময়ে চ্যালেঞ্জ খোঁজে। যত কঠিন চ্যালেঞ্জই হোক না কেন, ও জিততে চায়। এটাই ওর মজ্জায়।''

রামাল্লা শহরে বেড়ে উঠেছেন রশিদ।  সেখানকার প্রতিটি রাস্তা জানে রশিদ-রূপকথা। হুসাম ইউনিসেরও শহর রামাল্লা। তিনি বলছেন, ''প্যালেস্তাইনের শহরগুলো ছোট। দেশটাও ছোট। আমরা একে অপরকে চিনি।'' 

অনুজ রশিদ যে ক্লাব বদলাতে চলেছেন, জানেন না হুসাম। জানেন না কলকাতার শতাব্দীপ্রাচীন ক্লাব ইস্টবেঙ্গলে নাম লেখাচ্ছেন তিনি। কলকাতার ডার্বিতে তিনিই অস্কার ব্রুজোঁর মাঝমাঠে হৃদয় উজাড় করে দেবেন। লড়াইয়ের এক নতুন গাথা লিখবেন! হুসাম  ইুনিস বলে চলেনস ''আপনার মুখেই শুনলাম রশিদ ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিচ্ছে। ওকে শুভেচ্ছা জানাই। রশিদের মতো ফুটবলার যে কোনও দলের সম্পদ।''

২০০৮ সাল থেকে প্যালেস্তাইন ফুটবল সংস্থার সঙ্গে যুক্ত হুসাম ইউনিস। কিউবা থেকে ব্যাচেলর ডিগ্রি করে এসেছেন। মাস্টার্সও কিউবা থেকেই। 

যুব দলের সহকারী কোচ হিসেবে কাজ করার সময়ে রশিদকে দেখেছেন অগ্রজ হুসাম।  ২০১৮ সালের অনূর্ধ্ব ২৩ প্রতিযোগিতায় তিনিই আবার প্যালেস্তাইন জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট। আবার ২০১৮ সালের এশিয়ান গেমসে হুসাম সহকারী কোচ। প্য়ালেস্তাইন যুব দলের ছবি পাঠিয়ে প্রতিবেদককে জিজ্ঞাসা করছেন, ''চিনতে পারছেন রশিদকে?'' 
যুদ্ধ, মৃত্যু, রক্তপাত— এ সবই প্যালেস্তাইনের চেনা রুটিন। এই সংঘাতের আবহ সেই দেশের মানুষকে করে তুলেছে ইস্পাত কঠিন। হুসাম বলেন, ''প্যালেস্তাইনের পরিস্থিতি ভাল নয়। প্রতিটা দিন আমাদের কাছে কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে। প্রতিটা দিনই লড়াই আর লড়াই। সেই কারণেই প্রতিটি মানুষের মধ্যে জেদ, লড়াইয়ের মানসিকতা জন্মায় সেই ছোটবেলা থেকেই। মাঠে তারই প্রতিফলন ঘটে।'' 

হুসাম ইুউনিসের মন্তব্যের সঙ্গে মিলে যায় রশিদের সোশ্যাল মিডিয়া পোস্ট। ইনস্টাগ্রামে রশিদ একবার লিখেছিলেন, ''অসম্ভব বলে কোনও শব্দ নেই আমাদের অভিধানে। আমরা প্যালেস্তিনীয়রা যোদ্ধা।'' 

ছিন্নমূল মানুষের লড়াই আর স্পর্ধার নামই ইস্টবেঙ্গল। সেই লড়াইয়ের প্রতিধ্বনিই শোনা যায় হুসাম ইউনিসের কথায়। কলকাতায় পা রাখার বহু আগে লড়াইয়ের গান শুনিয়ে যায় রশিদের সোশ্যাল মিডিয়া পোস্ট। 


Mohammed RashidEast Bengal

নানান খবর

নানান খবর

ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!

আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়

কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?

সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?

নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের

আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার

এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল

কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে

রুতুরাজের সত্যিই চোট ছিল?‌ প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার 

দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ

এবারে ব্যালন ডি'অর অনুষ্ঠান কবে? জানিয়ে দিল আয়োজক সংস্থা

আইপিএলে দুরন্ত পারফরম্যান্স, ফের টিম ইন্ডিয়ার টি২০ দলে ফিরতে চলেছেন রাহুল

ভারত সিরিজের আগে আর মদ ছোঁবেন না, জানিয়ে দিলেন ইংরেজ অধিনায়ক

বেঙ্কটেশকে ছাঁটাই করতে চলেছে কেকেআর, রাখবে না পণ্ডিতকেও 

ভারত এশিয়া কাপ বয়কট করেছে!‌ শুনেই মাথায় বাজ পড়ার অবস্থা বোর্ড সচিবের 

সোশ্যাল মিডিয়া