
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সিতাই ব্লকের একই বাড়িতে পরপর তিনজনের মৃত্যু। ঘটনায় চিন্তিত গ্রামবাসীরা। মৃতদের বাড়ি পরিদর্শন করেন ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকরা এবং বিডিও। কোচবিহার জেলার সিতাই ব্লকের ব্রহ্মত্তর চাত্রা গ্রামে এক পরিবারে পরপর তিন সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। মাত্র ২২ দিনের ব্যবধানে একই পরিবারের স্বামী ও দুই স্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। মৃতেরা হলেন, জোনাকু বর্মন (৬৩), তাঁর বড় স্ত্রী ক্ষীরবালা বর্মন (৫৭) এবং ছোট স্ত্রী জয়ন্তী বর্মন (৪৫)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২২ এপ্রিল মৃত্যু হয় জয়ন্তীর। এরপর ২৫ এপ্রিল মারা যান পরিবারের কর্তা জোনাকু। সর্বশেষ ১৪ মে প্রাণ হারান ক্ষীরবালা। প্রত্যেকেরই মৃত্যুর আগে দেখা গিয়েছিল জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ। চিকিৎসার জন্য প্রথমে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, পরে দিনহাটা মহকুমা হাসপাতাল ও কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি কাউকেই। মৃতদের দুই সন্তান রাখাল বর্মন ও অর্চনা বর্মন এই মুহূর্তে পরিবারে একেবারে একা। তাঁদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত প্রতিবেশীরা। এই ঘটনার ঠিক দুই সপ্তাহ আগে জোনাকু ও তাঁর ভাইয়ের পোষ্য তিনটি গরু ও চারটি ছাগল কোনও এক অজানা অসুখে মারা যায়। একই পরিবারে তিনজন মৃত্যুর পর ১৯ মে সোমবার ওই এলাকায় মৃত পরিবারের পাশেই পরেশ চন্দ্র বর্মনের বাড়িতে একটি ছাগলের মৃত্যু হয়েছে,যা নিয়ে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে গ্রামে।
স্থানীয় যুবক কামনিকান্ত জানান, সমস্যা দেখা দিলে আমরা দ্রুত ওঁদের হাসপাতালে নিয়ে যাই, কিন্তু শেষ রক্ষা হয়নি।
একই পরিবারের তিনজন সদস্য এবং বেশ কয়েকটি গবাদি পশু মারা যাওয়ার ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়তেই আক্রান্তদের বাড়ি পরিদর্শনে যান সিতাই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিবিড় কুমার মণ্ডল এবং সিতাই ব্লক স্বাস্থ্য আধিকারিক রামকৃষ্ণ ঘোষ। তাঁরা গিয়ে আক্রান্তদের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছেন পরীক্ষার জন্য।
এবিষয়ে নিবিড় কুমার বলেন, "আক্রান্ত পরিবারটির বাড়িতে যাওয়া হয়েছে এবং নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে পাঠানো হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যেই সেই নমুনা রিপোর্ট পেলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ কী।" একই সঙ্গে পরিবারের বাকি দু'জন সদস্য এবং এলাকাবাসী যাতে সুস্থ থাকেন সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও তিনি জানান।
ছাগল চুরি করতে এসেছিল ওরা, বাধা দিল খোদ হাতি? তারপর যা হল গ্রামে…
তুমুল ঝড়-বৃষ্টি, লালগোলাগামী ফাস্ট প্যাসেঞ্জারে বজ্রপাত, জ্বলে উঠল দাউদাউ করে, ভয়াবহ পরিস্থিতি
দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, লুঠ ৪০ লক্ষ টাকার সোনা
হাতে দু’ঘন্টা সময়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট
চন্দন দাস কি চা-বিস্কুট খাবে আর চলে যাবে? এসপিকে ধমক মুখ্যমন্ত্রী মমতার
বুধবার থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, রইল আবহাওয়ার বড় আপডেট
পচনশীল ও অপচনশীল আবর্জনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আয়োজিত হল র্যালি
পুলিশের জালে তিন মোবাইল চোর, উদ্ধার ৭০টি ফোন
মিলবে আধুনিক পরিষেবা, রেডক্রস সঞ্জীবন হাসপাতাল উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁজা
ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাবার, ছেলেকে দিয়ে দেহাংশ তোলাল পুলিশ
বিকেল হতেই জেলায় জেলায় শুরু বৃষ্টি, চলবে কতদিন জানুন ক্লিক করে
পাশে রাজ্য সরকার, চাকরিতে যোগ দিলেন অপহৃত উকিল বর্মণের ছেলে পরিতোষ বর্মণ
গঙ্গার পাড়ে মিটিং করতে এসে গ্রেপ্তার সাত, সাইবার প্রতারণা চক্র?
জগন্নাথ মন্দির দর্শন আরও সহজ, ৬টি ভলভো বাস উত্তরবঙ্গ থেকে আসবে দিঘায়, জানালেন মমতা
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতেই উদ্বোধন, শিলিগুড়িতে পথ চলা শুরু টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুলের