
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান সংঘর্ষ, এবং অস্ত্রবিরতি ভাবিয়েছে বিশ্বকে। মঙ্গলবারেই তার প্রমাণ মিলেছে ট্রাম্পের ঘোষণায়। তাঁর মধ্যস্থতাতেই দুই দেশের অস্ত্রবিরতি, নিজেই দাবি করেছিলেন ডোনাল্ড টাম্প। অস্ত্রবিরতির কয়েক সপ্তাহের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সুরক্ষা বাড়াতে বড় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বের যেকোনও প্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে এবার রক্ষা করবে 'গোল্ডেন ডোম'। এমনকী মহাকাশ থেকেও হামলা হলে 'গোল্ডেন ডোম' রক্ষা করবে যুক্তরাষ্ট্রকে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'গোল্ডেন ডোম' নিয়ে বড় ঘোষণা করেন। ট্রাম্প জানিয়েছেন, 'নির্বাচনের সময়েই দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুরক্ষার জন্য অত্যাধুনিক প্রকল্প শুরু করা হবে। যেকোনও মুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে 'গোল্ডেন ডোম'। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, তার কাজ শুরু হয়ে গেছে।' 'গোল্ডেন ডোম'-এর জন্য ১৭৫ বিলিয়ন ডলার খরচ হবে। যার মধ্যে প্রথম ধাপেই ২৫ বিলিয়ন ডলার খরচ করা হবে। আগামী তিন বছরের মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী 'গোল্ডেন ডোম' চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে।
ট্রাম্পের ঘোষণায় প্রশ্ন, আমেরিকার সুরক্ষা কবচ যদি গোল্ডেন ডোম হয়, অন্যান্য দেশের কী? ট্রাম্পের কথাতে আবার উঠে এসেছে ইজরায়েল প্রসঙ্গ। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, গোল্ডেন ডোম প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ইজরায়েল এবং অন্যান্য স্থানেও এটি রয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও এটা থাকা উচিত। বিপদজনক পৃথিবীতে আমরা আমাদের নাগরিকদের আগের মতো করে রক্ষা করব।‘
ইজরায়েলের আয়রন ডোম কী? এটি মূলত সে দেশের অ্যান্টি-মিসাইল সিস্টেমের সবথেকে ভিতরের ভাগ। এটি ৭০ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে বাধা দিতে পারে এবং এর ‘কিলং রেট’৯৫ শতাংশ বলে দাবি করা হয়। প্র তিটি আয়রন ডোম ব্যাটারি তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। একটি র্যাডার সনাক্তকরণ ব্যবস্থা, যে রকেট ধেয়ে আসছে তার গতিপথ বোঝার জন্য একটি কম্পিউটার এবং একটি লঞ্চার যা রকেটটি কোনও বিল্ট-আপ বা কৌশলগত এলাকায় আঘাত করার সম্ভাবনা থাকলে ইন্টারসেপ্টর ফায়ার করতে সক্ষম।
ভারতের তুরুপের তাস কী? ভারতের রয়েছে ভারতের 'গার্ডিয়ানস অফ দ্য স্কাই'। ভারতীয় বিমান বাহিনীর আকাশসীমা রক্ষার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বলা হয় গার্ডিয়ান অফ দ্য স্কাই। ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন আধুনিক প্রযুক্তি এবং কৌশল, যেমন - ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম, এয়ার ফোর্স নেটওয়ার্ক, এবং অ্যান্টি-ড্রোন প্রযুক্তি তাদের আকাশসীমা রক্ষার ক্ষেত্রে সহায়তা করে।
ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা আকাশ হামলার মোকাবেলায় বাহিনীর তথ্য একীভূত করে এবং এতে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী দ্বারা পরিচালিত সিস্টেমগুলি অন্তর্ভুক্ত থাকে।
বহু-স্তরযুক্ত এই ব্যবস্থার একটি ভাগে বিমান প্রতিরক্ষা বন্দুক গুলি করে ড্রোনের সঙ্গে মোকাবিলা করে।
এর দ্বিতীয় স্তরটি তৈরি করা হয় যেখানে নির্দিষ্ট এলাকা বা সম্পদ রক্ষার জন্য টু-এ-পয়েন্ট প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকে, এর মধ্যে রয়েছে স্পাইডার, পেচোরা এবং ওএসএ-একে-এর মতো স্বল্প-পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র।
তৃতীয় স্তরটি হল আকাশ এবং ইন্দো-ইজরায়েলি এমআরএসএএম-এর মতো মাঝারি-পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র। এবং চতুর্থ স্তরটি হল রাশিয়ান-নির্মিত এস-৪০০ এবং যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণ করা দূরপাল্লার এসএএম।
'অপারেশন সিন্দুর'-এর সময়, যখন ভারতীয় সামরিক সম্পদ এবং বেসামরিক কাঠামো ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল পাকিস্তান, তখন ভারত তার আকাশসীমা নিয়ন্ত্রণ করেছিল এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে তার সামরিক ঘাঁটি এবং কৌশলগত সম্পদ রক্ষা করেছিল।
দিল্লিতে দুর্যোগ, ধুলোঝড়-প্রবল শিলাবৃষ্টি, মাঝ আকাশে বিপর্যয়ের মুখে বিমান
২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে
স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও
চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা
১০০ দিনের কাজে চুড়ান্ত অসঙ্গতি: কংগ্রেসের তীব্র সমালোচনা মোদি সরকারের বিরুদ্ধে
'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস
বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’
ফের ফিরবে লকডাউনের স্মৃতি! দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন
কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ
ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর
আধুনিক মিসাইল আঘাত হানতে পারে রাতের অন্ধকারেও, তাও কেন 'ব্ল্যাকআউট' করা হয়
অফিসের অতিরিক্ত কাজের চাপেই কি চরম পদক্ষেপ? বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যুতে তোলপাড়
পাকিস্তান নিজেদের গুপ্তচর বানিয়ে ফেলেছিল জ্যোতিকে, দেশের বিরুদ্ধে কীভাবে প্রলুব্ধ করা হল ইউটিউবারকে
ভয়ঙ্কর, দু'বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ মায়ের কিশোর প্রেমিকের বিরুদ্ধে
'ভারত ধর্মশালা নয়', এক শ্রীলঙ্কার নাগরিকের এদেশে থাকার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট