আজকাল ওয়েবডেস্ক: মুম্বই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে ভারতের প্রথম ডিজিটাল লাউঞ্জ চালু করতে চলেছে পশ্চিম রেলওয়ে। এটি একটি সম্পূর্ণ আধুনিক কো-ওয়ার্কিং স্পেস হবে, যেখানে ট্রেনযাত্রীরা ও সাধারণ মানুষ অপেক্ষার সময় কাজের সুবিধা পাবেন।
প্রায় ১,৭১২ বর্গফুট জায়গায় নির্মিত এই লাউঞ্জে থাকবে এয়ার কন্ডিশন, হাই-স্পিড ইন্টারনেট, চার্জিং পয়েন্ট, প্রিন্টিং-স্ক্যানিং সুবিধা, কনফারেন্স রুম, এবং ভেন্ডিং মেশিন থেকে হালকা খাবার।
২০ থেকে ৫০ জন পর্যন্ত বসার ক্ষমতা সম্পন্ন এই লাউঞ্জ ঘন্টা ভিত্তিক ফি মডেলে চলবে এবং এটি একটি বেসরকারি অংশীদারিত্ব প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে।
পশ্চিম রেলের মুখপাত্র বিনীত অভিষেক জানান, এই উদ্যোগ ডিজিটাল ইন্ডিয়া এবং স্টেশন আধুনিকীকরণের অংশ হিসেবে নেওয়া হয়েছে। মুম্বই সেন্ট্রালের পর আন্দেরি, বোরিভলি, বান্দ্রা টার্মিনাস-সহ একাধিক স্টেশনে একই ধরনের লাউঞ্জ তৈরির পরিকল্পনা রয়েছে।
