আজকাল ওয়েবডেস্ক: কুড্ডালোরের সিপকট (SIPCOT) শিল্পাঞ্চলে বৃহস্পতিবার ভোরে লয়াল সুপার ফেব্রিকস নামে একটি রঙ কারখানার ইটিপি (Effluent Treatment Plant) ট্যাঙ্কে ভয়াবহ বিষ্ফোরণ ঘটে। ছয় লক্ষ লিটার ধারণক্ষমতার ট্যাঙ্কটি ফেটে গিয়ে রাসায়নিক মিশ্রিত জল আশপাশের কুডিকাডু গ্রামের বসতবাড়িতে ঢুকে পড়ে।

ঘুমন্ত অবস্থায় অনেকেই আক্রান্ত হন। ৫০টির বেশি বাড়ি প্লাবিত হয়েছে। ২০ জনের বেশি বাসিন্দা বমি, মাথা ঘোরা ও চোখে জ্বালার মতো উপসর্গে কুড্ডালোর সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল।

ক্ষুব্ধ স্থানীয়রা কুড্ডালোর-চিদাম্বরম সড়ক অবরোধ করে, দায়ী কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ও স্থায়ী সমাধানের দাবি তোলেন।

তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও জেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবেশ ও স্বাস্থ্য সংক্রান্ত প্রভাব যাচাইও চলছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও উঠছে প্রশ্ন।