আজকাল ওয়েবডেস্ক: হাতে আর নির্দিষ্ট সময়। তারপরেই শেষ হয়ে যেতে পারে পৃথিবী। গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, একটি গবেষণায় উঠে এসেছে এই তথ্য। তাতে বলা হয়েছে, সূর্যের ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে দিনে দিনে ফুরিয়ে যাবে অক্সিজেন। আগামী এক বিলিয়ন বছরের মধ্যেই আর পৃথিবীতে থাকবে না প্রাণের ছোঁয়া।
ওই সংবাদ সংস্থা সূত্রে খবর, নাসার প্ল্যানেটরি মডেলিং ব্যবহার করে, তোহো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি সুপার কম্পিউটার সিমুলেশন ভবিষ্যদ্বাণী করেছে, পৃথিবীর অক্সিজেন প্রায় এক বিলিয়ন বছরের মধ্যে ফুরিয়ে যাবে, যার ফলে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে।
'পৃথিবীর অক্সিজেনযুক্ত বায়ুমণ্ডলের ভবিষ্যৎ সময়কাল' শিরোনামে নেচার জিওসায়েন্সে প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র। তাতে বলা হয়েছে, সূর্যের বয়স বাড়বে, অর্থাৎ যত এগোবে সময়, তত বেশি উষ্ণ এবং উজ্জ্বল হয়ে উঠবে তা। যা পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করবে। তাপমাত্রা ব্যাপকহারে বাড়ার সঙ্গে সঙ্গেই জল বাষ্পীভূত হবে, ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং কার্বন চক্র দুর্বল হয়ে পড়বে, উদ্ভিদকূল নিশিহ্ন হবে এবং অক্সিজেন উৎপাদন বন্ধ হয়ে যাবে। বায়ুমণ্ডল আবার উচ্চ মিথেনের অবস্থায় ফিরে যাবে, পরিস্থিতি হবে মহাজারণ ঘটনার আগে পৃথিবীর আদিম অবস্থার মতো।
জাপানের টোকিওর তোহো বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজুমি ওজাকি ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, বহু বছর ধরে সূর্যের স্থির আলোকসজ্জা এবং বৈশ্বিক কার্বনেট-সিলিকেট ভূ-রাসায়নিক চক্র সম্পর্কে বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করে পৃথিবীর জীবমণ্ডলের আয়ু নিয়ে আলোচনা হয়েছে গবেষণায়।
