সংবাদ সংস্থা মুম্বই: মা দিবসে বলিউড তারকারা জানালেন মায়েদের প্রতি অগাধ ভালবাসা। করিনা কাপুর বললেন—একজন মা মানেই অবিশ্বাস্য শক্তির উৎস। অন্যদিকে, নীতু সিং শেয়ার করলেন এক ফ্রেমে তিন প্রজন্মের মা—নিজে, মেয়ে ঋদ্ধিমা এবং বউমা আলিয়া ভাটের ছবি।
আল্লু অর্জুন মায়ের সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন, “সব অসাধারণ মায়েদের মা দিবসে-র শুভেচ্ছা ”। ছবিতে ছিলেন স্ত্রী স্নেহা রেড্ডি এবং তাঁর মা-ও—অর্থাৎ সব মায়েদের প্রতি শ্রদ্ধা জানালেন অভিনেতা।
সানি দেওল তাঁর মা প্রকাশ কৌরের সঙ্গে পুরনো ছবি জুড়ে তৈরি করলেন এক আবেগময় ভিডিও। সঙ্গে লিখলেন, “যিনি সব কিছু দিলেন, বিনিময়ে কিছু না চেয়ে—তাঁর ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। শুভ মাদার’স ডে, মা।”
করিনা কাপুর খান শেয়ার করলেন এক চমৎকার বার্তা: “একজন মাকে কখনও হালকাভাবে নেবেন না। তিনি এমন যন্ত্রণা সহ্য করেছেন, যেটা অন্য কাউকে ভেঙে দিতে পারত। তিনি ঘুমহীন রাত পার করেছেন, সন্তানের জন্য নিজেকে গড়ে নিয়েছেন। তবু কোনও প্রশংসা চাননি, কোনও বিরতি নেননি—শুধু ভালবেসে গিয়েছেন। এটাই শক্তি।”
নীতু সিং পোস্ট করলেন নিজের, মেয়ে ঋদ্ধিমা কাপুর ও পুত্রবধূ আলিয়া ভাটের সঙ্গে ছবি—যাঁরা তিনজনেই এখন মা। আলিয়া যে রণবীর কাপুরের স্ত্রী, তা তো বলাই বাহুল্য।
প্রসঙ্গত, এইমুহূর্তে ‘পুষ্পা ২’-এর পর আল্লু অর্জুন এবার নজর দিচ্ছেন অ্যাটলি পরিচালিত সাই-ফাই অ্যাকশন ছবি ‘AA22xA6’-এর দিকে—যা ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে। সানি দেওল এখন ব্যস্ত আমির খানের প্রোডাকশন হাউজের ‘লাহোর ১৯৪৭’ ও বহু প্রতীক্ষিত ‘বর্ডার ২’ নিয়ে। অন্যদিকে, অনুপম খের অপেক্ষায় রয়েছেন তাঁর আসন্ন ছবি ‘তনভি দ্য গ্রেট’-এর মুক্তির। করিনা কাপুর কাজ করছেন মেঘনা গুলজার পরিচালিত নতুন সিনেমা ‘দায়রা’-য়, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। অন্যদিকে নীতু সিং কাজ করছেন এমন এক ছবিতে, যেখানে একসঙ্গে রয়েছেন কপিল শর্মা এবং তাঁর মেয়ে ঋদ্ধিমা, যার মাধ্যমে রূপোলি পর্দায় অভিষেক হচ্ছে ঋদ্ধিমার।