আজকাল ওয়েবডেস্ক: পাক সন্ত্রাসের বিরুদ্ধে এবার আরও বড় লড়াইয়ের সিদ্ধান্ত নিল ভারত। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে বড় সিদ্ধান্ত নিল ভারত সরকার। এবার থেকে দেশে জঙ্গি হামলাকে যুদ্ধ হিসেবেই দেখবে ভারত। শনিবার ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি সরকারি সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে। 


পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে ২৬ জনের প্রাণহানি ঘটে। এই ঘটনার দায় নেয় পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন। এরপর থেকেই দুই দেশের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। ভারতীয় বিমান বাহিনীর চারটি ঘাঁটিতে হামলা করে পাকিস্তান। এগুলি ছিল উধামপুর, পাঠানকোট, আদমপুর এবং ভুজ। এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এই হামলার জেরে সামান্য ক্ষতি হয়েছে এই বিমান ঘাঁটির। 


এরপরই পাল্টা পাকিস্তানের ৬ টি এয়ার বেসে আক্রমণ শানায় ভারত। এই হামলার জেরে পাকিস্তানের এই ৬ টি এয়ার বেসে প্রচুর ক্ষতি হয়। ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় শুধুমাত্র পাক সামরিক ঘাঁটিতেই তারা হামলা চালিয়েছে। সেখানে সাধারণ নাগরিকদের টার্গেট করেনি ভারত। 


শনিবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিন বাহিনীর প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মনে করা হচ্ছে, সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়। 


ইজরায়েল এই নীতিতে বিশ্বাসী। দেশের মাটিতে যে কোনও নাশকতা হামলাকে যুদ্ধ হিসেবে গণ্য করে প্রত্যাঘাত করে তারা। এই নীতি গ্রহণ করেছিলেন ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার। সেই নীতিই এবার গ্রহণ করল কেন্দ্র। ফলে যে কোনও নাশকতামূলক ঘটনা ঘটলে পাকিস্তানের উপর প্রত্যাঘাত করতে আর সময় লাগবে না ভারতের। সেখানে ভারত আর বেশি সময় না নিয়ে দ্রুত নিজের মতো করে পাল্টা ব্যবস্থা নিতে পারবে।