আজকাল ওয়েবডেস্ক: ভারতের নজিরবিহীন সামরিক প্রতিক্রিয়ায় বিচলিত পাকিস্তান শুক্রবার সকালে বুঝতে পারে, তার সবচেয়ে নির্ভরযোগ্য সমর্থনসূত্র—আমেরিকা—এইবার পাশে নেই।

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর যুক্তরাষ্ট্র জানিয়ে দেয়, পাকিস্তানের আর কোনও ‘সফট ল্যান্ডিং’-এর সুযোগ নেই। ভারতের বিরুদ্ধে প্রতিবার সঙ্কটে পড়লেই আমেরিকার দ্বারস্থ হওয়ার পাকিস্তানের দীর্ঘদিনের অভ্যাস এইবার ধাক্কা খেল।

এই মনোভাবের শিকড় খুঁজতে হলে ফিরে তাকাতে হয় ১৯৯৯ সালের গ্রীষ্মে—কারগিল যুদ্ধের সময়। পাকিস্তান যখন কৌশল করে পাহাড় দখলের চেষ্টা করে, ভারত তখন জবাব দেয়। ভারতের স্ট্রাইক কর্পস ঘাঁটি ছাড়ার প্রস্তুতি শুরু করে। সেই সময় আমেরিকান গোয়েন্দা উপগ্রহ রাজস্থানে ট্যাঙ্ক ও ভারী কামান ট্রেনে তোলা দেখতে পায়। বার্তাটি ছিল স্পষ্ট—ভারত প্রতিশোধ নিতে প্রস্তুত।

আজও সেই মনোভাবেই ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। আর এইবার পাকিস্তান একা।