একসময় একসঙ্গে ৭০ ছবি সই! সাফল্যের পরেও ছিল না কাজ, গোবিন্দার অজানা অধ্যায়
নিজস্ব সংবাদদাতা
২১ ডিসেম্বর ২০২৫ ১৩ : ৩৬
শেয়ার করুন
1
7
বছরের পর বছর ধরে বলিউড অনেক প্রতিভাবান অভিনেতা পেয়েছে। গোবিন্দা তাঁদের মধ্যে অন্যতম। আটের দশকের শেষ দিকে তাঁর জনপ্রিয়তা বাড়তে শুরু করে এবং নয়ের দশকে একের পর এক হিট ছবির মাধ্যমে তিনি বলিউডে নিজের জায়গা পাকা করে নেন। দুর্দান্ত কমেডি টাইমিং আর আলাদা ধরনের নাচের স্টাইল গোবিন্দাকে দর্শকের খুব কাছের করে তোলে।
2
7
তবে অনেকেই জানেন না, কেরিয়ারের শুরুর দিকে এক সময় গোবিন্দা একসঙ্গে ৭০টি ছবির চুক্তি সই করে সকলকে চমকে দিয়েছিলেন। তাঁর ৬২তম জন্মদিন উপলক্ষে সেই সময়ের কথাই আবার উঠে এল।
3
7
দীর্ঘ ছ’বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দা। ২০১৯ সালের ‘রঙ্গিলা রাজা’র পর এবার নতুন ছবি ‘দুনিয়াদারি’-র প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে নিজেই সেই খবর জানিয়েছেন অভিনেতা। ছবির গল্প যদিও এখনও প্রকাশ্যে আসেনি।
4
7
এক সাক্ষাৎকারে গোবিন্দা নিজেই জানান, প্রথম দিকের সাফল্যের পর একসময় তাঁর হাতে ছিল একসঙ্গে ৭০টি ছবির কাজ। সব ছবির কাজ যদিও শেষ করা সম্ভব হয়নি। সময়ের সঙ্গে কিছু ছবি বন্ধ হয়ে যায়, আবার ডেটের সমস্যার কারণে কয়েকটি ছবি তাঁকে ছেড়েও দিতে হয়।
5
7
গোবিন্দা জানান, এতগুলো ছবিতে কাজ করার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন কারণ প্রতিটি ছবির চরিত্র আলাদা ছিল। কোথাও রোম্যান্টিক কমেডি, কোথাও আবেগঘন চরিত্র, আবার কোথাও জোরালো কমেডি, এই ভিন্নতাই তাঁকে টেনেছিল।
6
7
দীর্ঘ ছ’বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দা। ২০১৯ সালের ‘রঙ্গিলা রাজা’র পর এবার নতুন ছবি ‘দুনিয়াদারি’-র প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে নিজেই সেই খবর জানিয়েছেন অভিনেতা। ছবির গল্প যদিও এখনও প্রকাশ্যে আসেনি।
7
7
এক সময় একের পর এক ছবি করেছেন গোবিন্দা। তবে সময়ের সঙ্গে সেই জনপ্রিয়তায় ভাটা পড়েছে। দীর্ঘ দিন ভাল ছবি পাননি অভিনেতা। তবে এবার ফেরার প্রস্তুতি। মুখিয়ে তাঁর অনুরাগীরা।