প্রায় টানা তিন মাস চরম শুষ্ক আবহাওয়া। কনকনে ঠান্ডা। অবশেষে চলতি মরশুমে ফের তুষারপাতের সাক্ষী থাকল কাশ্মীর। রবিবার ভোর থেকেই বৃষ্টি ও তুষারপাত শুরু উপত্যকা জুড়ে।
2
7
আজ সকালে সমতলে বিস্তীর্ণ এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। সেই সঙ্গেই কাশ্মীর জুড়ে শুরু হয়েছে তুষারপাত। বরফের পুরু চাদরে ঢাকা পড়েছে গোটা কাশ্মীর।
3
7
তবে এই আবহাওয়া একটানা চলবে ৪০ দিন। স্থানীয়রা এই আবহকে বলেন, 'চিল্লাই কালান'। প্রতি বছর ডিসেম্বরের শেষদিকে প্রবল শৈত্যপ্রবাহ শুরু হয় কাশ্মীরে। ৪০ দিন এটি স্থায়ী হয়।
4
7
রবিবার থেকে শুরু হয়েছে 'চিল্লাই কালান'। ২১ ডিসেম্বর থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে 'চিল্লাই কালান' পর্ব। এই সময়কালে পুরু বরফের চাদরে ঢাকা থাকে পথঘাট। বরফের আস্তরণ পড়ে ডাল লেকের উপরেও।
5
7
আজ শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। গুলমার্গ ও পহেলগাঁওয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে মাইনাস ১.৫ ও মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াস।
6
7
এই আবহে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। এমনকী সড়কপথেও যান চলাচল কিছু সময় স্তব্ধ হয়। তুষারপাতের সাক্ষী থাকতে পর্যটকদের ভিড় জমে এই সময়।
7
7
বড়দিন ও নতুন বছরের শুরুতে তুষারপাতের দেখা পাওয়া যাবে কিনা, তা নিয়ে চিন্তিত ছিলেন স্কি রিসোর্টের মালিকরা। অবশেষে সেই দুশ্চিন্তা কাটল আজ।