আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েল হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় মৃত ২৪১ জন। হামলায় আহত অন্তত ৩৮২ জন। গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখনও অবধি যুদ্ধে ২০ হাজার ৯১৫ জন প্যালেস্তাইনি মারা গেছেন। যার বেশিরভাগই মহিলা ও শিশু। প্রসঙ্গত, ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। যার জবাব দেয় ইজরায়েল। তারপর যা আর থামছেই না। এদিকে, ইজরায়েলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী শহর ইলাতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। পাশাপাশি লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে এই বিদ্রোহী গোষ্ঠী।
গাজায় আগ্রাসন দেখানোর পর থেকেই লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শিপিং রুটে হুথি বিদ্রোহীরা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। যুদ্ধ থামাতে ইজরায়েলকে চাপ দিতেই এই হামলা বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।
গাজায় আগ্রাসন দেখানোর পর থেকেই লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শিপিং রুটে হুথি বিদ্রোহীরা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। যুদ্ধ থামাতে ইজরায়েলকে চাপ দিতেই এই হামলা বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।
