আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ফরম্যাট থেকে রোহিত শর্মা অবসর গ্রহণ করায় এবার তরুণ অধিনায়কের খোঁজে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। নতুন অধিনায়কের দৌড়ে এগিয়ে রয়েছেন শুভমান গিল।
রোহিত কি বুঝতে পেরেছিলেন তরুণ অধিনায়কের জন্যই তাঁকে সরে যেতে হবে? সম্প্রতি সাংবাদিক বিমল কুমারকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেছিলেন, ''কখনও কখনও আমার মনে হয়েছে তরুণ অধিনায়ক দরকার সবার--এমন একজন তরুণ ক্রিকেটারকে ক্যাপ্টেন করা হবে যে ১০-১৫ বছর নেতৃত্ব দিতে পারবে। আমারও মনে হয়েছিল হয়তো আমি সুযোগ পাব না। কিন্তু দেশকে নেতৃত্ব দিতে পারায় আমি চিরকৃতজ্ঞ।''
ইনস্টাগ্রামে রোহিত লেখেন, ''টেস্ট ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশকে প্রতিনিধিত্ব করার সম্মান অর্জন করেছি। আপনাদের সবার ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। ওয়ানডে ফরম্যাটে আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করব।''
রোহিত হয়তো অনেক আগেই নিজের ভাগ্যলিখন পড়ে ফেলেছিলেন। বুঝতে পেরে গিয়েছিলেন, তাঁর কথা নির্বাচকরা আর ভাবছেন না। ইংল্যান্ড সফরে নতুন অধিনায়ক টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন, তা একপ্রকার স্থির করে ফেলা হয়েছিল। সব দেখে শুনেই হয়তো রোহিত নিজের টেস্ট কেরিয়ারকে থামিয়ে দিলেন বুধবার।
