আজকাল ওয়েবডেস্ক: অর্ধশিক্ষিত ও অশিক্ষিত। "শিক্ষা" নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য রাজনীতিতে আরেক বাগযুদ্ধ। এদিন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের তৃণমূলের উদ্দেশ্যে "অর্ধশিক্ষিত" শব্দ ব্যবহারের জবাবে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষের দাবি "আমরা তো অর্ধশিক্ষিত। আর বিজেপি সম্পূর্ণ অশিক্ষিত।"
এদিন স্বামী বিবেকানন্দকে "অপমান" এবং সেবিষয়ে রাজ্য বিজেপি সভাপতির ক্ষমা চাওয়ার দাবি তুলে রাজ্যে ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের আয়োজন করে যুব তৃণমূল। কলকাতায় এই মিছিলের নেতৃত্বে ছিলেন সায়নী ঘোষ এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। মিছিলে এদিন দলীয় পতাকার সঙ্গে তৃণমূল কর্মীদের হাতে ছিল ফুটবল। রাস্তাতেই ফুটবল খেলেন শশী পাঁজা ও সায়নী। মিছিল শেষ হয় সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির আগে। সেখানে স্বামীজির মূর্তিতে শ্রদ্ধা জানান মন্ত্রী ও রাজ্য যুব তৃণমূল সভাপতি।
এই মিছিল নিয়ে বিজেপির কটাক্ষের জবাবে সায়নী বলেন, ২০২১য়ে বিজেপি এত গোল খেয়েছে যে ফুটবল শুনলেই এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে।
মঙ্গলবার শহরে এসেছেন কেন্দ্রীয় বিজেপি নেতা ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তাঁদের উদ্দেশ্যে শশী পাঁজা প্রশ্ন তুলে বলেন, এঁরা কি সুকান্তকে ক্ষমা চাইতে বলবেন? না হলে বুঝতে হবে এঁরাও অপমান করলেন।
সায়নীর এই বক্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি ডা. ইন্দ্রনীল খাঁন বলেন, তৃণমূল নেতাদের কী ধরনের শিক্ষাদীক্ষা আছে সেটা তাঁদের শব্দচয়ন দেখলেই বোঝা যায়। দলটা শুধু দুর্নীতিতেই শিক্ষিত। যা দেখতে হয়ত বিদেশ থেকেও লোক আসবে।
এদিন স্বামী বিবেকানন্দকে "অপমান" এবং সেবিষয়ে রাজ্য বিজেপি সভাপতির ক্ষমা চাওয়ার দাবি তুলে রাজ্যে ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের আয়োজন করে যুব তৃণমূল। কলকাতায় এই মিছিলের নেতৃত্বে ছিলেন সায়নী ঘোষ এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। মিছিলে এদিন দলীয় পতাকার সঙ্গে তৃণমূল কর্মীদের হাতে ছিল ফুটবল। রাস্তাতেই ফুটবল খেলেন শশী পাঁজা ও সায়নী। মিছিল শেষ হয় সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির আগে। সেখানে স্বামীজির মূর্তিতে শ্রদ্ধা জানান মন্ত্রী ও রাজ্য যুব তৃণমূল সভাপতি।
এই মিছিল নিয়ে বিজেপির কটাক্ষের জবাবে সায়নী বলেন, ২০২১য়ে বিজেপি এত গোল খেয়েছে যে ফুটবল শুনলেই এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে।
মঙ্গলবার শহরে এসেছেন কেন্দ্রীয় বিজেপি নেতা ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তাঁদের উদ্দেশ্যে শশী পাঁজা প্রশ্ন তুলে বলেন, এঁরা কি সুকান্তকে ক্ষমা চাইতে বলবেন? না হলে বুঝতে হবে এঁরাও অপমান করলেন।
সায়নীর এই বক্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি ডা. ইন্দ্রনীল খাঁন বলেন, তৃণমূল নেতাদের কী ধরনের শিক্ষাদীক্ষা আছে সেটা তাঁদের শব্দচয়ন দেখলেই বোঝা যায়। দলটা শুধু দুর্নীতিতেই শিক্ষিত। যা দেখতে হয়ত বিদেশ থেকেও লোক আসবে।
