সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | 'স্ট্রং ম্যান' হুমায়ুন, বহরমপুরে রুদ্ধদ্বার বৈঠকে মুর্শিদাবাদে ১০ জনের বিশেষ কমিটি গঠনের নির্দেশ মমতার

Kaushik Roy | ০৫ মে ২০২৫ ১৭ : ২০Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলায় সাম্প্রতিক যে অশান্তির ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে আর না হয় তা নিশ্চিত করতে মুর্শিদাবাদ জেলায় এসে বিধায়ক-সাংসদ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

সোমবার দুপুরে কলকাতা থেকে হেলিকপ্টারে বহরমপুরে  পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর বহরমপুর সার্কিট হাউস থেকে জেলাশাসককে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী সোজা পৌঁছে যান জেলা প্রশাসনিক ভবনে। সেখানে কনফারেন্স রুমে মুর্শিদাবাদ জেলার একাধিক বিধায়ক, পুরসভার চেয়ারম্যান , মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ ,মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি এবং জেলা ও রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন মমতা। 

বৈঠকে উপস্থিত এক তৃণমূল বিধায়ক নাম না প্রকাশের শর্তে জানান, মুখ্যমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠকে সার্বিকভাবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। প্রায় ৩৫ মিনিটের এই বৈঠকে মুখ্যমন্ত্রী বারবার জেলার শান্তি, সম্প্রীতি এবং ঐতিহ্য বজায় রাখার কথা বলেছেন। 

ওই বিধায়ক বলেন, 'মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপি মুর্শিদাবাদ জেলায় যে নোংরামো করেছে  তা মেনে নেওয়া যায় না। কিছু লোক এখানে অশান্তি পাকিয়েছে। সূত্রের খবর, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জেলার কাজকর্ম এবং সার্বিক পরিস্থিতি 'মনিটর' করার জন্য ১০ জনের একটি কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছেন। ওই কমিটিতে ৬ জন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা এবং চারজন হিন্দু সম্প্রদায়ের নেতাকে রাখার  তিনি নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। 

বৈঠকে উপস্থিত আরেক বিধায়ক বলেন, 'মুখ্যমন্ত্রী আজ  ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে বারণ করেন।  তবে আজকের বৈঠকে হুমায়ুন কবীরকে 'স্ট্রং ম্যান' বলে আখ্যায়িত করেছেন।' প্রস্তাবিত এই কমিটিতে হুমায়ুন এবং হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখকে রাখার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।। 

বৈঠকে উপস্থিত এক তৃণমূল নেতা জানান, সুতি এবং সামশেরগঞ্জের ঘটনার পর যেভাবে অপপ্রচার চলছে তাতে মুখ্যমন্ত্রী যথেষ্ট ক্ষুব্ধ। ভবিষ্যতে যাতে কোনও দাঙ্গাকারী বা দাঙ্গা যারা করেছে তারা যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না করতে পারে সেই বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি তিনি নিজের দলের নেতাদেরও সজাগ থাকতে এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য কড়া নির্দেশ দিয়েছেন।


নানান খবর

নানান খবর

চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে

একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ

বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত

ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল

দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল 

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক 

মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা

১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি

ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

সোশ্যাল মিডিয়া