আজকাল ওয়েবডেস্ক: ইটভাঁটায় কাজ করার সময় দেওয়াল ধসে পড়ে মৃত্যু হল ৬ শ্রমিকের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের রুরকির লাহভাউলি গ্রামে। জানা গিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ হঠাৎই ভাটার একটি দেয়াল ধসে পড়ে। তার নিচেই চাপা পড়েন শ্রমিকরা। আহত হয়েছেন বেশ কয়েকজন।
তাঁদের রুরকি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হরিদ্বারের কালেক্টর ধীরাজ সিং গারবিয়াল এবং হরিদ্বারের এসএসপি প্রমেন্দ্র ডোভাল ঘটনাস্থলে। ইতিমধ্যেই ধ্বংসাবশেষ পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ।
তাঁদের রুরকি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হরিদ্বারের কালেক্টর ধীরাজ সিং গারবিয়াল এবং হরিদ্বারের এসএসপি প্রমেন্দ্র ডোভাল ঘটনাস্থলে। ইতিমধ্যেই ধ্বংসাবশেষ পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ।
