রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৩ মে ২০২৫ ১২ : ১০Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: কান অত্যন্ত স্পর্শকাতর ইন্দ্রিয়। ভিতরে সামান্য সুড়সুড় করলেই কেঁপে ওঠে গোটা শরীর। আর ভিতরে ময়লা হলে তো কথাই নেই। অনেকেই কান চুলকাতে কিংবা কানের ময়লা পরিষ্কার করতে তুলোর ইয়ার বাড না সোয়াব ব্যবহার করেন। কিন্তু জানেন কি এই ধরনের বাড দিয়ে কান খোঁচানো বা কান পরিষ্কার করা স্বাস্থ্যের জন্য মোটেও ভাল নয়?
কেন তুলোর বাড ব্যবহার করা উচিত নয়?
* কানের ময়লা (ওয়াক্স) ভেতরে ঠেলে দেওয়া: ইয়ার বাড ব্যবহারের ফলে কানের স্বাভাবিক ময়লা বা ওয়াক্স কানের পর্দার আরও কাছাকাছি চলে যেতে পারে। এর ফলে ওয়াক্স জমে গিয়ে কান বন্ধ হয়ে যেতে পারে, যার থেকে কানে ব্যথা, কম শোনা বা সংক্রমণ হতে পারে।
* কানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা নষ্ট হওয়া: কানের ওয়াক্স আসলে কানের ভেতরের অংশকে ধুলোবালি, জীবাণু এবং বাইরের অন্যান্য জিনিস থেকে রক্ষা করে। ইয়ার বাড দিয়ে এই ওয়াক্স সরিয়ে ফেললে কানের স্বাভাবিক সুরক্ষা নষ্ট হয় এবং সংক্রমণের ঝুঁকি বাড়ে।
* কানের পর্দায় আঘাত: অসাবধানতাবশত ইয়ার বাড কানের বেশি গভীরে চলে গেলে কানের পর্দায় আঘাত লাগতে পারে, এমনকি পর্দা ফেটেও যেতে পারে। কানের পর্দা ফেটে গেলে খুবই যন্ত্রণা হয়, তাছাড়া এর ফলে শ্রবণশক্তি স্থায়ীভাবে কমে যেতে পারে।
* কানের নালীর ক্ষতি: ইয়ার বাড দিয়ে খোঁচানোর ফলে কর্নকুহরের চামড়া ছিলে যেতে পারে বা তাতে সূক্ষ্ম আঘাত লাগতে পারে। এর ফলে কানে ব্যথা, চুলকানি এবং ‘সুইমার্স ইয়ার’-এর মতো সংক্রমণ হতে পারে।
তাহলে কান কীভাবে পরিষ্কার রাখা উচিত?
সাধারণত কানের আলাদা করে পরিষ্কার করার প্রয়োজন হয় না। কান নিজে থেকেই ওয়াক্সকে ধীরে ধীরে বাইরের দিকে ঠেলে বের করে দেয়, যা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার অংশ। তবে যদি কানে অতিরিক্ত ওয়াক্স জমেছে বলে মনে হয় বা কোনও সমস্যা অনুভব করেন, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
নানান খবর

নানান খবর

ত্বকের ক্যানসারে আক্রান্ত কুস্তিগীর জন সিনা, তিল কিংবা আঁচিল দেখে চিনুন এই মারণ রোগ

ঠান্ডা দুধ খেলে কি সত্যিই অম্বল কমে? পেটের সমস্যায় কতটা কার্যকর এই ঘরোয়া টোটকা?

অফিসে বেরনোর আগে কোনও মতে নাকে-মুখে গুঁজে খাবার খাচ্ছেন? জানেন অতি দ্রুত খাবার খেলে পাকস্থলীতে মারাত্মক সমস্যা হতে পারে?

রোদ বৃষ্টির দোলাচলে বাড়তি চাপ হৃদযন্ত্রে? অসময়ে হৃদরোগ থেকে বাঁচতে কোন কোন বিষয়ে সতর্ক হবেন?

মাইগ্রেন গায়েব হবে ম্যাজিকের মতো! মাথা যন্ত্রণা কমাতে চাইলে জেনে নিন এই পাঁচটি ঘরোয়া টোটকা

ছারখার হয়ে যাবে ডায়াবেটিস! শুধু রোজ সকালে খালি পেটে খান এই তিনটি আয়ুর্বেদিক বিশল্যকরণী!

মাংসখেকো পরজীবী এবার শেয়াল থেকে মানুষের দেহে! হতে পারে ৫০-৬০ ফুট লম্বা? কিলবিলিয়ে বেরোতে পারে পায়ু থেকে?

এবার আস্ত মানবদেহ চাষ করা হবে কারখানায়? তিন গবেষকের পরিকল্পনা শুনে কাঁপুনি বৈজ্ঞানিক মহলে!

নিজের মূত্র পান করে রোগ সারিয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল? প্রাক্তন বিজেপি সংসদের দাবি শুনে হতবাক চিকিৎসক