আজকাল ওয়েবডেস্ক: মানব পাচারের অভিযোগ, তিন শতাধিক যাত্রী নিয়ে ফ্রান্সে আটকে ছিল বিমান। সোমবার মুক্তি মিললেও, বিমানের গন্তব্য নিয়ে ধোঁয়াশা ছিল। মঙ্গলবার সকালে সেই বিমান অবতরণ করল মুম্বই বিমানবন্দরে। মানব পাচারের অভিযোগে চার দিন আগে বিমানটিকে আটক করা হয়। ওই বিমানে ৩০৩ জন যাত্রীর মধ্যে ১১টি শিশু ছিল, বিমানে তাদের কোনও অভিভাবক ছিল না। সূত্রের খবর, সেই কারণেই অভিযোগ ওঠে মানব পাচারের। ওই বিমানের বহু যাত্রীই ছিলেন ভারতীয়। কয়েকদিন আটক থাকার পর, রবিবার ওই বিমানটিকে পুনরায় উড়ানের অনুমতি দিয়েছিল ফ্রান্স আদালত। সোমবার দুপুরে ফের উড়ান শুরু হয় ওই বিমানের। মঙ্গলবার ভোর ৪টা নাগাদ ওই বিমান মুম্বই বিমান বন্দরে অবতরণ করে। সূত্রের খবর, বিমান ফ্রান্স থেকে মুম্বইয়ে ফিরে এলেও, বেশ কিছু যাত্রী রয়ে গিয়েছেন সেখানেই।
