আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটেও এখন বয়স ভাঁড়ানো হচ্ছে। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন দেশের প্রাক্তন বক্সার বিজেন্দর সিং। বুধবার সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেন। ওই পোস্টে তাঁর দাবি, ক্রিকেটেও নাকি এখন বয়সের কারচুপি হচ্ছে। তবে এটা ঘটনা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে বয়স ভাঁড়ানোর অভিযোগ নতুন কিছু নয়। বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বারেবারে এই অভিযোগ উঠেছে। আর তা উঠেছে জুনিয়র ও বিভিন্ন বয়সভিত্তিক পর্যায়ে।
 
 বিসিসিআই কিন্তু এই বিষয়ে বেশ কড়া। যদিও সোশ্যাল মিডিয়ায় বিজেন্দর লিখেছেন, ‘এখন তো দেখছি ভাই ক্রিকেটেও বয়স কমিয়ে খেলে চলেছে অনেকে।’ বিজেন্দর কী ইঙ্গিত করলেন বৈভব সূর্যবংশীর দিকে?
 
 এক্স হ্যান্ডলে বিজেন্দরের এই পোস্ট দেখে অনেকেই প্রশ্ন করছেন, বৈভব সূর্যবংশীর কথাই কী বলতে চেয়েছেন বিজেন্দর সিং।
 
 একজন তো বলেই ফেলেছেন, ‘বৈভব সূর্যবংশীর কথা বলছ কী?’ একজন আবার বলেছেন, ’এই বয়সে হতে এত জোর সত্যিই একটু অদ্ভুত লাগে।’ আর একজনের কথায়, ‘যা বলা হচ্ছে তার চেয়ে বৈভবের বয়স বেশি বলেই মনে হয়।’ আর একজন বলেছেন, ‘বিসিসিআই বিষয়টি খতিয়ে দেখুক।’
 
 প্রসঙ্গত, ১৪ বছর ৩২ দিন বয়সে আইপিএলে শতরান করে তাক লাগিয়ে দিয়েছে বৈভব। আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শতরান। আবার ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্রুততম শতরানের নজির গড়েছে সে। খেলেছে মাত্র তিনটি আইপিএল ম্যাচ। সোমবার জয়পুরে গুজরাটের বিরুদ্ধে ব্যাটে ঝড় তুলেছিল বৈভব। মেগা নিলামে রাজস্থান তাঁকে ১ কোটি ১০ লক্ষ টাকায় কিনেছিল। 
