আজকাল ওয়েবডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা গুজরাটে। নদীতে স্নান করতে নেমে ফের বিপত্তি। একসঙ্গে তলিয়ে গিয়ে মৃত্যু হল ছয় ভাই-বোনের। সম্পর্কে চারজন তুতো ভাই-বোন। ছ'টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গুজরাটের খেদা জেলায়। পুলিশ জানিয়েছে, বুধবার কানিজ গ্রামে দুর্ঘটনাটি ঘটে। ছয় ভাই-বোনে নদীর ধারে ঘুরতে এসেছিলেন। তখনই একসঙ্গে তাঁরা স্নান করতে নামেন। আচমকাই নদীর স্রোতে ভেসে যান এক এক করে। তাঁদের চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে জলের তোরে ভেসে যান সকলে। 

 

এরপরই স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছয়। রাতভর উদ্ধারকাজ চলে। নদীতে ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি হয়। ভোররাত পর্যন্ত ছ'টি দেহ উদ্ধার করা হয়। সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

 

জানা গেছে, মৃতদের বয়স ১৪ থেকে ২১ বছরের মধ্যে। দু'জন কানিজ গ্রামের বাসিন্দা। বাকি চারজন আহমেদাবাদের বাসিন্দা।‌ দিন কয়েক আগেই তুতো ভাইয়ের বাড়িতে সকলে ঘুরতে এসেছিলেন।