আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষমতে, ধন ও বৈভবের দেবতা শুক্র। আর শনি হলেন ন্যায় ও কর্মফলদাতা। আর এই দুই শক্তিশালী গ্রহ মিশে গেলে বিরাট ঘটনা ঘটতে পারে। শুক্র প্রতি ২৬ দিন বাদে রাশি পরিবর্তন করে থাকেন। অন্যদিকে, প্রতি আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করেন শনিদেব৷ গতকাল সোমবার ২৮ এপ্রিল উভয় গ্রহই মীন রাশির উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে। যার শুভ প্রভাবে বদলে যাবে তিন রাশির ভাগ্য। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে জীবন? জেনে নেওয়া যাক-

বৃষ: শুক্র-শনির প্রভাবে বৃষ রাশির সোনালী সময় শুরু হয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নতুন বাড়ি-গাড়ি কিনতে পারেন। সমাজে সম্মান বাড়বে৷ অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। বাড়িতে সামাজিক শুভ অনুষ্ঠান আয়োজিত হবে। আপনার পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।

তুলা: শুক্র এবং শনির সংযোগ তুলা রাশির জন্য অনুকূল হতে চলেছে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। পুরনো কোনও বিনিয়োগ থেকে হঠাৎ আর্থিক লাভ হতে পারে৷ ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। পৈতৃক সম্পত্তি অর্জনের সম্ভাবনা রয়েছে। সন্তানদের থেকে সুখবর পেতে পারেন।

বৃশ্চিক: শুক্র-শনির প্রভাবে বৃশ্চিক রাশির ভাগ্যের চাকা ঘুরবে। অফিসে কাজের প্রশংসা পাবেন। যারা চাকরি খুঁজছেন তাঁরা কাঙ্ক্ষিত চাকরি পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করার শুভ সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে সাফল্য পাবেন।