এরা প্রত্যেকে ‘টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার’। তারকা সন্তান। তাই এদের উপরেও প্রচারের আলো। এরা হাসলে, হাঁটলে, দুষ্টুমি করলে— খবর হয়। পাপারাৎজিদের নজর এদের উপরেও। মা-বাবারা দিন দুই আগে থেকেই বড়দিনের পার্টিসার্টিতে ব্যস্ত। খুদেরা কীভাবে যিশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করছে? জানাচ্ছে আজকাল ডট ইন---
রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান। জন্মমুহূর্ত থেকে খবরে। এতটাই জনপ্রিয় যে প্রথম প্রথম করিনা কাপুরের কোলে তাকে বসিয়ে দিতেন ভিডিও এডিটরেরা। নভেম্বরে ইউভানের বোন এসেছে। তাতেও তার জনপ্রিয়তায় চিড় ধরেনি। ইউভান বড়দিনে কী করছে? ‘রাজশ্রী’র ইনস্টাগ্রাম স্টোরি অনুযায়ী ‘রাজপুত্র’ এবছর সম্ভবত কলকাতায় নেই। বেড়াতে গিয়েছে সাগরপাড়ে। সমুদ্রসৈকতে জুতো হাতে হেঁটে বেড়াচ্ছে! হাওয়ায় থোকা থোকা চুল এলোমেলো। কখনও বালির উপরে উপুড় হয়ে শুয়ে পড়েছে। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রাজ, শুভশ্রী।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান। জন্মমুহূর্ত থেকে খবরে। এতটাই জনপ্রিয় যে প্রথম প্রথম করিনা কাপুরের কোলে তাকে বসিয়ে দিতেন ভিডিও এডিটরেরা। নভেম্বরে ইউভানের বোন এসেছে। তাতেও তার জনপ্রিয়তায় চিড় ধরেনি। ইউভান বড়দিনে কী করছে? ‘রাজশ্রী’র ইনস্টাগ্রাম স্টোরি অনুযায়ী ‘রাজপুত্র’ এবছর সম্ভবত কলকাতায় নেই। বেড়াতে গিয়েছে সাগরপাড়ে। সমুদ্রসৈকতে জুতো হাতে হেঁটে বেড়াচ্ছে! হাওয়ায় থোকা থোকা চুল এলোমেলো। কখনও বালির উপরে উপুড় হয়ে শুয়ে পড়েছে। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রাজ, শুভশ্রী।
View this post on Instagram
