আজকাল ওয়েবডেস্ক: পাহালগাঁও হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তীব্র অবনতি ঘটেছে। এই প্রেক্ষিতে পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দিষ্ট সময়সীমা ধার্য করা হয়েছিল। এসএআরসি ভিসাধারীদের জন্য শেষ সময় ছিল ২৬ এপ্রিল, এবং বাকিদের জন্য ২৭ এপ্রিল, তবে চিকিৎসা ভিসার মেয়াদ ২৯ এপ্রিল পর্যন্ত বৈধ।

রবিবার পাঞ্জাবের অমৃতসর জেলার আটারি সীমান্তে শত শত পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। অনেক ভারতীয় আত্মীয়রাও এসেছিলেন তাদের বিদায় জানাতে, আবেগঘন মুহূর্তে।

সরিতা কাঁদতে কাঁদতে জানায়, "আমার মা ভারতীয় নাগরিক হওয়ায় আমাদের সঙ্গে পাকিস্তান যেতে দেওয়া হচ্ছে না।" সরিতা, তার ভাই এবং বাবা পাকিস্তানি নাগরিক, তবে তার মা ভারতীয়। তারা এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে ভারতে এসেছিলেন, যা ২৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

অনেক পাকিস্তানি ভিসার মেয়াদ থাকলেও, নতুন পরিস্থিতির কারণে তাড়াতাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ দীর্ঘ ৩০-৪০ বছর পর আত্মীয়দের সাথে দেখা করতে এসেছিলেন। ভারতের অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫ অনুযায়ী সময়সীমা পার হলে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

পাহালগাঁও হামলায় ২৬ জনের মৃত্যু ঘটে, যার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে। এর পরিপ্রেক্ষিতে উভয় দেশ পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।