আজকাল ওয়েবডেস্ক: পরপর তিনদিন, রাত নামলে একই ধাঁচে হামলা। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, আগের দু’ দিনের মতো, তৃতীয় দিনেও জম্মু ও কাশ্মীরের সামরিক নিয়ন্ত্রণ সীমানা নিয়ন্ত্রণরেখার ও পার থেকে গুলি চালিয়েছে পাক সেনা। 

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, পহেলগাঁও কাণ্ডে ভারত-পাক সম্পর্কের অবনতির মধ্যেই এই নিয়ে তিনদিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল উপত্যকার সীমান্ত এলাকায়। অভিযোগ, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ও পার থেকে গুলির হামলায় ভারতীয় সেনাকে উত্তেজিত করার চেষ্টা চালাচ্ছে পাক সেনা। এই নিয়ে পরপর তিনবার পাক সেনা সীমান্ত এলাকায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল।

রবিবার ভারতীয় সেনা বিবৃতিতে জানিয়েছে, ২৬-২৭ তারিখের মধ্যবর্তী রাতের সময়কালে, পাকিস্তানি সেনা পোস্টগুলি তুতমারি গালি এবং রামপুর সেক্টরের বিপরীতে অবস্থিত এলাকায় বিনা প্ররোচনায় ছোট অস্ত্র থেকে গুলিবর্ষণ করেছে। ভারতীয় সেনাও ছোট অস্ত্রের গুলিবর্ষণের মাধ্যমে উপযুক্ত জবাব দিয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সেনা।

একই সঙ্গে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, পহেলগাঁও কাণ্ডের তদন্তভার গ্রহণ করেছে এনআইএ। জম্মু ও কাশ্মীর পুলিশের থেকে তদন্তভার গেল জাতীয় তদন্তকারী সংস্থার হাতে।