আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার রোহিত শর্মা পরামর্শ দিলেন লখনউ সুপার জায়ান্টসের তরুণ খেলোয়াড় আব্দুল সামাদকে।
তরুণ ক্রিকেটারকে উৎসাহ দানের ভিডিও লখনউ সুপার জায়ান্টস পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওয় দেখা যাচ্ছে রোহিত বলছেন, নকল করে হবে না। প্রত্যেকের নিজস্ব স্টাইল রয়েছে।
রোহিত বলেন, ''তুই আমার মতো খেলতে পারবি না। আমিও তোর মতো খেলতে পারব না। তোর নিজস্ব প্রতিভা রয়েছে।''
রোহিত আলাদা করে পরিবেশ-পরিস্থিতির কথা বলেন। হিটম্যানকে বলতে শোনা গিয়েছে, প্রতিটা উইকেটেই গতি রয়েছে। প্রতিটা দিনই অন্যরকম। আজ আর্দ্রতা বেশি, শিশিরও বেশি থাকবে। কিন্তু আর্দ্রতা কম থাকলে, বাতাস বইলে পিচে ভাল ব্যাট করা সম্ভব। ম্যাচ শুরু না হওয়া পর্যন্ত এটা বোঝা সম্ভবই নয়।''
ফর্ম ফিরে পেয়েছেন রোহিত শর্মা। তাঁর কাছ থেকে রান দেখতে চান ভক্তরা। আইপিএলের এখনও অনেক ম্যাচ বাকি। রোহিতের কাছ থেকে আরও বিধ্বংসী ইনিংস দেখতে চায় দেশ।
