বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। যেমন আজ শুক্রের নক্ষত্র পরিবর্তনে তিন রাশির ভাগ্যে বিরাট বদল আসতে চলেছে।
2
8
শুক্রকে ধন-বৈভব, প্রেম ও সৌন্দর্যের কারক গ্রহ মনে করা হয়। বৈদিক জ্যোতিষ মতে, শুক্রের অবস্থান শক্তিশালী হলে জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে।
3
8
শুক্র প্রতি ২৬ দিন ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন একই সঙ্গে প্রতি ১৩-১৪ দিন ছাড়া ছাড়া নক্ষত্র পরিবর্তন করে থাকেন ৷
4
8
আজ শুক্র উত্তরাষাঢ়া নক্ষত্রে গোচর করবে। আগামী ২১ জানুয়ারি পর্যন্ত এই নক্ষত্রে থাকবে শুক্র। এই সময়ের মধ্যে শুক্র রাশিও পরিবর্তন করবে।
5
8
শুক্রের নক্ষত্রে গোচরে তিন রাশির উপর শুভ প্রভাব পড়েছে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
6
8
মেষঃ কর্মক্ষেত্রে নতুন প্রজেক্ট ও সুযোগ আসবে। লেখালেখি বা সৃজনশীল কাজে সুবিধা মিলতে পারে। অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। বাড়ি বা গাড়ি কেনা-বিক্রয়ের সম্ভাবনা রয়েছে।
7
8
সিংহঃ সম্পর্ক ও ব্যক্তিগত জীবনে সুখবর আসতে পারে। কর্মে বাধা কমবে, ব্যবসা বা বড় চুক্তি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি ও আর্থিক সচ্ছলতা থাকবে।
8
8
মকরঃ অর্থনৈতিক অবস্থায় উন্নতি ও স্থিতিশীলতা থাকবে। বিয়ের জন্য শুভ প্রস্তাব আসতে পারে। সম্পর্ক ও পরিবারিক জীবন আরও মধুর হবে। বিনিয়োগ থেকে লাভ হতে পারে।