মিল্টন সেন
পাক রেঞ্জারের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। কেমন আছেন বিএসএফ জওয়ান? সে সম্পর্কে এখনও কিছুই জানেনা পরিবার। দু’দিন কেটে গেলেও দুশ্চিন্তা কিছুতেই কাটছে না রিষড়ার বাসিন্দা জওয়ানের পরিবারের। শুক্রবার সকালে বিএসএফ হেড কোয়ার্টার থেকে ফোন করে জানানো হয়েছে, ফ্ল্যাগ মিটিং হয়েছে। তারপর থেকেই খানিকটা আশার আলো দেখছে পরিবার। এবার হয়তো ছাড়া পাবেন বিএসএফ জওয়ান।
ছেলের কথা ভেবে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন পুনমের মা দেবন্তী এবং স্ত্রী রজনী। উল্লেখ্য, গত মঙ্গলবার কর্মরত অবস্থায় পাক রেঞ্জারের হাতে আটক হন বি এস এফ জওয়ান পূর্ণম কুমার সাউ। জানা গিয়েছে, হুগলির রিষড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকার বাসিন্দা পূর্ণম। পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুর বর্ডারে পোস্টিং ছিল চব্বিশ ব্যাটেলিয়ানের বিএসএফ কনস্টেবলের।
সেখানে কড়া রোদে ডিউটি করার সময় কিছুটা ক্লান্ত হয়ে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন পূর্ণম। বর্ডার পার করায় তিনি পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হন। তারপর থেকে জওয়ানের পরিবারের একটাই প্রশ্ন, ছেলে কেমন আছে ? কোথায় আছে? কিভাবে আছে? স্বামীর এই দুঃসংবাদে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী। ছুটি পেলেই বাড়িতে চলে আসতেন জওয়ান।
দোলের সময় বাড়িতে ছুটি কাটিয়ে গেছেন। গত ৩১ মার্চ ডিউটিতে যোগ দিয়েছিলেন। কিন্তু তারপর এই সংবাদ শুনতে হবে তা কল্পনাও করতে পারেনি জওয়ানের পরিবার। এদিন পূর্ণমের বাবা ভোলানাথ সাউ জানান, ছেলেকে নিয়ে তিনি খুবই চিন্তিত। কোনও খবর পাচ্ছেন না। বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাঁরা বলছেন মিটিংয়ে ব্যস্ত রয়েছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে আবেদন করেছেন।
জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব তাঁর ছেলেকে দেশে ফিরিয়ে আনা হোক। শুক্রবার বিএসএফ জওয়ানের বাড়িতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম গুইন ও রিষড়ার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র। পরিবারকে আশ্বস্ত করে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জানান, যে কোনও পরিস্থিতিতে তিনি পরিবারের পাশে রয়েছেন।
ছবি: পার্থ রাহা
