আজকাল ওয়েবডেস্ক:‌ কনকনে ঠান্ডা। বলা ভাল হাড়কাঁপানো শীতের স্পেল চলছে বাংলায়। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও শীতের দাপট অব্যাহত রয়েছে। প্রায় সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নীচে রয়েছে। 


অবশ্য কলকাতার তাপমাত্রা চলতি সপ্তাহের শেষের দিকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু জেলাগুলির অবস্থা সেই আগের মতোই। সেখানে হাড় কাঁপানো শীতের কোনও বিরাম নেই।


হাওয়া অফিস জানিয়েছে, আপাতত বাংলায় হাড়কাঁপানো ঠান্ডা থাকবে। বিশেষত, জেলার দিকে শীত বেশি অনুভূত হবে। যদিও ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। তবে তা শীত উধাও হয়ে যাওয়ার মতো নয়।
হাওয়া অফিস জানিয়েছে, শনি এবং রবিবার তাপমাত্রায় খুব একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তারপর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আগামী সপ্তাহে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
উত্তুরে হাওয়া প্রবেশে বাধা নেই। ফলে দক্ষিণ তো বটেই উত্তরেও জারি রয়েছে প্রবল শীত। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় রোজই ৫ ডিগ্রির নীচে চলে যাচ্ছে। এছাড়া জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার এবং ডুয়ার্সেও বেশ  ঠান্ডা রয়েছে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের তাপমাত্রা একইরকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


তবে কুয়াশার দাপটও চলবে ভোরের দিকে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই একই ছবি। বিশেষত উত্তরের অবস্থা খারাপ। তাই কুয়াশার জন্য সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে। সেখানে দৃশ্যমানতা কমে যেতে পারে ৫০ থেকে ১৯৯ মিটার পর্যন্ত। অন্যান্য জেলাগুলিতেও কমতে পারে দৃশ্যমানতা। সেখানে ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে দৃশ্যমানতা থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। রবিবার তাপমাত্রা হালকা বাড়তে পারে। ২ ডিগ্রি বাড়বে পারদ! তবে মঙ্গলবার তাপমাত্রা ফের নিম্নমুখী হবে। বুধবার সংক্রান্তির দিন অনেকটা নামতে পারে পারদ।


এদিকে, রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। আগামী সাত দিন উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। 


অন্যদিকে, দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্নচাপ রয়েছে। তা গত ২৪ ঘণ্টায় ক্রমশ উত্তর–পশ্চিম দিকে এগিয়েছে। শনিবার বিকেলের দিকে এই নিম্নচাপ শ্রীলঙ্কার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। পশ্চিমবঙ্গের উপর তার সরাসরি কোনও প্রভাব পড়ছে না। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ডিগ্রি নীচে থাকবে।