আজকাল ওয়েবডেস্কঃ  ১০ বছর ধরে বাইরের খাবার খেয়ে বেঁচে আছেন এক মহিলা।  তারপরেও দিব্য সুস্থ আছেন তিনি। কিন্তু কেন তিনি বাড়িতে রান্না করেন না ?এই প্রশ্ন উঠলে, নেটপাড়ার মানুষদের তিনি উত্তরে বলেন , বাড়িতে কয়েকবার রান্না করার চেষ্টা করেলও, সেই চেষ্টা বিফলে গিয়েছে তাঁর।  অন্যদিকে তিনি শুধুমাত্র উনুনের সামনে বসেই দিন কাটাতে চান না। জীবনটা সৃজনশীল কাজ করে অতিবাহিত করতে চান।  সম্প্রতি এই ঘটনা সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। 

জানা গিয়েছে, ওই মহিলার নাম জাফরান বসওয়েল।  সংবাদমাধ্যমকে তিনি জানান, সারা দিনের তিন বেলার খাবরই ওই মহিলা রেস্তোরাঁ থেকে অর্ডার দেন। এভাবেই ১০ বছর ধরে চালাচ্ছেন তিনি। এখনেই শেষে নয়, তাঁর অর্ডার খাবার তালিকায় রয়েছে চিকেন, পিৎজা এর মতো ক্ষতিকারক ফাস্ট ফুড। অর্ডার দেওয়া খাবার কিনতে ওই মহিলা দিনে প্রায় ৬৮০০ টাকা খরচ করেন। তাঁর মতে, বাড়িতে খাবার তৈরি করার প্রক্রিয়া জটিল । এর চেয়ে ভাল কিছু টাকা খরচ করে বাইরে থেকে খাবার আনিয়ে নেওয়া।  এই উপায়কেই তিনি সহজ বলে মনে করেন। কারণ বাড়িতে রান্না করতে গেলে শ্রম ও অর্থ দুই ব্যয় হয়।