আজকাল ওয়েবডেস্কঃ সন্তানের চেহারা খারাপ হওয়ায় নবজাতককে অস্বীকার মায়ের। জানা গিয়েছে, শিশুটির নকের গঠন ভাল লাগেনি মায়ের। সেকারনেই জন্ম দেওয়ার পরক্ষণেই নিজের সন্তানকে অস্বীকার করলেন মা। ঘটনাটি আমেরিকার বলেই খবর।
মা হওয়া নারী জীবনের এক প্রকার সার্থকতা বলে মানা হয়। কিন্তু এই ঘটনা একদমই তার উল্টো। প্রসব করার পরই ওই মহিলা সন্তানকে অস্বীকার করেন। তাঁর অভিযোগ, এ শিশু তাঁর হতেই পারে না। কারণ নবজাতকের চেহারা সুশ্রী নয়, নাকও সুগঠিত নয়। তাতেই সন্তানকে মেনে না নিয়ে পিছু হাঁটলেন মা।
সম্প্রতি এই ঘটনাই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। মহিলার কীর্তি দেখে রেগে চটে গিয়েছেন গোটা নেটিজেনরা । রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায়। কমেন্টে ওই মহিলাকে সকলেই এক হাত নিয়েছেন। নেটনাগরিকের একজন ওই মহিলাকে কটু মন্তব্য করে প্রতিক্রিয়া দিয়েছেন।
