আজকাল ওয়েবডেস্ক: সিএবির টুর্নামেন্টের অভিষেক বছরে সাফল্যের জন্য হার্ভার্ড হাউস স্পোর্টসের মহিলা দলকে সংবর্ধিত করলেন সৌরভ গাঙ্গুলি। হার্ভার্ড হাউস স্পোর্টসে অনুষ্ঠান আয়োজিত হয়। প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন সৌরভ। এবছর ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মহিলাদের দলের দায়িত্ব সামলায় হার্ভার্ড হাউস স্পোর্টস। সিটি অ্যাথলেটিক ক্লাব, সালকিয়া ফ্রেন্ডসের বিরুদ্ধে জেতে তাঁরা। প্রথম বছরই সাফল্য পাওয়ার জন্য দলের সদস্যদের হাতে পদক তুলে দেন সৌরভ। হার্ভার্ড হাউস স্পোর্টসের বয়সভিত্তিক বিভাগে সেরাদের পুরস্কৃত করা হয়।
অনূর্ধ্ব-৯ বিভাগে সেরা প্লেয়ার হন তাত্তাম সিং। অনূর্ধ্ব-১০ বিভাগে সেরা ইব্রাহিম মঈন। অনূর্ধ্ব-১২ বিভাগে পুরস্কৃত হন সংলাব বসু। অনূর্ধ্ব-১৩ তে আবদুল্লা মঈন। অনূর্ধ্ব-১৪ বিভাগে সেরা প্লেয়ার হন আর্যবির আগরওয়াল। ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনার জন্য সংস্থার পেট্রন ইন চিফ ড. মঈন বিন মোকসুদের প্রশংসা করেন সৌরভ। হেড কোচ সত্রাজিৎ লেহরি এবং কোচ মিথিলেশ কামাথেরও প্রশংসা করেন। প্লেয়ার তৈরির লক্ষ্যে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মহিলা দলের অধিনায়ক নেকজান খাতুনকে আলাদাভাবে সাহায্য করা হয়। ট্রেনিংয়ে সাহায্য থেকে শুরু করে ক্রিকেট গিয়ার কিনতে সাহায্য, কাঁধের অস্ত্রোপচারেও সাহায্য করে এই ক্রিকেট সংস্থা। ভবিষ্যতের তারকা তুলে আনাই লক্ষ্য হার্ভার্ড হাউজ স্পোর্টসের। এখানে ছেলে এবং মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হয়।
