আজকাল ওয়েবডেস্ক: বিতর্ক উপেক্ষা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে হাজির হলেন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। রবিবার বেলা ১১টার খানিকক্ষণ পরেই মঞ্চে উপস্থিত হন তিনি। তাঁর পৌরহিত্যে সমাবর্তন অনুষ্ঠান চলছে। উপাচার্য উপস্থিত থাকলেও ডিগ্রি ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেবেন সহ উপাচার্য।
উল্লেখ্য, সমাবর্তন অনুষ্ঠান ঘিরে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশ অমান্য করায় রোষের মুখে পড়েছিলেন বুদ্ধদেব সাউ। এরপর শনিবার রাতে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে অন্তর্বর্তী উপাচার্যকে অপসারণের ঘোষণা করা হয়। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করে রাজ্যপালের এই ঘোষণাকে বেআইনি জানায় রাজ্য উচ্চশিক্ষা দপ্তর। এরপর উপাচার্য পদে বুদ্ধদেব সাউকে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজ্যপালের ঘোষণার পর সমাবর্তন অনুষ্ঠিত হবে কি না, তা ঘিরেও প্রশ্ন উঠেছিল। কিন্তু সব বিতর্ককে সরিয়ে রেখে সমাবর্তনে হাজির হলেন বুদ্ধদেব সাউ।
উল্লেখ্য, সমাবর্তন অনুষ্ঠান ঘিরে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশ অমান্য করায় রোষের মুখে পড়েছিলেন বুদ্ধদেব সাউ। এরপর শনিবার রাতে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে অন্তর্বর্তী উপাচার্যকে অপসারণের ঘোষণা করা হয়। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করে রাজ্যপালের এই ঘোষণাকে বেআইনি জানায় রাজ্য উচ্চশিক্ষা দপ্তর। এরপর উপাচার্য পদে বুদ্ধদেব সাউকে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজ্যপালের ঘোষণার পর সমাবর্তন অনুষ্ঠিত হবে কি না, তা ঘিরেও প্রশ্ন উঠেছিল। কিন্তু সব বিতর্ককে সরিয়ে রেখে সমাবর্তনে হাজির হলেন বুদ্ধদেব সাউ।
