আজকাল ওয়েবডেস্ক: ব্রিগেডে শুরু হল লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান। ঘন কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে ভিড় জমিয়েছেন বিজেপির কর্মী, সমর্থকরা। অনুষ্ঠানে পাঠ করা হবে গীতার ৫টি অধ্যায়। ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার কলকাতায় লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করেন। সশরীরে উপস্থিত থাকতে না পারলেও, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি।
মোদির কথায়, "কলকাতায় লাখ লাখ মানুষের কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান প্রশংসনীয়। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য আমাদের। এই কর্মসূচি দেশের সম্প্রীতিকে আরও শক্তিশালী করে তুলবে বলে আমার আশা। কর্মসূচির আয়োজকদের আমার শুভেচ্ছা।"
সনাতন সংস্কৃতি সংসদ, মতিলাল ভারততীর্থ সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের তরফে আয়োজন করা হয়েছে এই গীতাপাঠের অনুষ্ঠান। এদিন মঞ্চে বিজেপির কোনও নেতারা থাকবেন না।
মোদির কথায়, "কলকাতায় লাখ লাখ মানুষের কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান প্রশংসনীয়। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য আমাদের। এই কর্মসূচি দেশের সম্প্রীতিকে আরও শক্তিশালী করে তুলবে বলে আমার আশা। কর্মসূচির আয়োজকদের আমার শুভেচ্ছা।"
সনাতন সংস্কৃতি সংসদ, মতিলাল ভারততীর্থ সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের তরফে আয়োজন করা হয়েছে এই গীতাপাঠের অনুষ্ঠান। এদিন মঞ্চে বিজেপির কোনও নেতারা থাকবেন না।
