সংবাদসংস্থা মুম্বই: আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...।


আটকে গেল সলমনের ছবি! 

ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিকের গল্প বড়পর্দায় বলতে আসছেন সলমন খান। দু'বছর আগে এমনটাই জানা গিয়েছিল। ইতিহাসের আড়ালে হারিয়ে যাওয়া দেশপ্রেমিককে ফুটিয়ে তুলতে নাকি তৈরি হচ্ছেন 'ভাইজান'। প্রথমে এই ছবির পরিচালনায় উঠে আসে অনুরাগ বসুর নাম। তারপর রাজকুমার গুপ্তার সঙ্গে হাত মেলান প্রযোজক। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানান এই ছবিটি আপাতত স্থগিত রাখা হয়েছে। সলমনের অনুমতি নিয়েই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক কবে থেকে শুরু হবে ছবির কাজ, তা যদিও নিশ্চিত করেননি রাজকুমার।


পর্দায় ফিরছে 'পিকু'


'পিকু' ছবিতে অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোনের অভিনয় দেখে মন ছুঁয়ে গিয়েছিল দর্শকের। আজও বাবা-মেয়ের সম্পর্কের উদাহরণ হিসাবে উঠে আসে এই ছবির কথা। প্রয়াত অভিনেতা ইরফান খানকেও দেখা গিয়েছিল গুরুত্বপূর্ণ ভূমিকায়। ২০১৫ সালে মুক্তি পাওয়া এই ছবিটি পুণরায় আসছে বড়পর্দায়। ৯ মে ফের মুক্তি পাচ্ছে 'পিকু'। 


জুটিতে জন-তমান্না?


মুম্বই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার জীবনী নিয়ে ছবি তৈরি করছেন রোহিত শেঠি। এই খবর আগেই ছড়িয়েছিল বলিপাড়ায়। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন জন আব্রাহাম। জানা যাচ্ছে, ছবিতে জনের স্ত্রী অর্থাৎ 'প্রীতি মারিয়া'র চরিত্রে অভিনয় করবেন তমান্না ভাটিয়া। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা করেননি নির্মাতারা।


অন্তঃসত্ত্বা আমিশা পাটেল! 

বহুদিন ধরে বিনোদন জগৎ থেকে দূরে ছিলেন আমিশা পাটেল। 'গদর ২'-এর মাধ্যমে ফেরেন তিনি। বয়স পঞ্চাশ ছুঁইছুঁই হলেও এখনও অবিবাহিত তিনি। কিন্তু এবার নাকি মা হবেন আমিশা! নেটপাড়ায় ছড়িয়েছে এমনই গুঞ্জন। আসলে সম্প্রতি প্রকাশ্যে আসে সবুজ মনোকিনি পরে অভিনেত্রীর একটি ছবি। যেখানে স্পষ্ট হয় তাঁর স্ফীতোদর। এই ছবি দেখেই কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মনে। নানা প্রশ্ন উঠে এলেও এখনও পর্যন্ত মুখ খোলেননি আমিশা।