আজকাল ওয়েবডেস্ক: আত্মবিশ্বাস কিছুটা লবণের মতো, না থাকলে চলে না, কিন্তু অতিরিক্ত থাকা ভাল নয়। বিশেষ করে সন্তানের কথা উঠলে বাবা-মাকে এই কথাটি আরও বেশি করে মাথায় রাখতে হবে। সন্তানের অতিরিক্ত প্রশংসা তাঁকে অহংকারী করে তুলতে পারে। কিন্তু আত্মবিশ্বাস কমে গেলে সমস্যা হতে পারে বেড়ে ওঠায়। তাই সন্তানের আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে।

১.  সাফল্য উদযাপন এবং স্বীকৃতি: সন্তান যখন কোনও ছোট বা বড় কাজ সফলভাবে সম্পন্ন করে, তখন তার প্রশংসা করুন এবং তার সেই সাফল্য উদযাপন করুন। তার চেষ্টার স্বীকৃতি দিন, শুধু ফলাফলের নয়। এতে তার মনে ইতিবাচক অনুভূতি জন্মাবে এবং ভবিষ্যতে আরও ভাল করার প্রেরণা পাবে।

২.  নতুন কিছু চেষ্টা করতে উৎসাহিত করা: সন্তানের আগ্রহের ক্ষেত্রগুলো খুঁজে বের করুন এবং তাকে সেই বিষয়ে নতুন কিছু শিখতে বা চেষ্টা করতে উৎসাহিত করুন। দক্ষতা অর্জন আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে। ব্যর্থ হলেও তাকে সান্ত্বনা দিন এবং বলুন যে চেষ্টা চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ।

৩.  দায়িত্ব অর্পণ: শুধু প্রশংসা করলেই হবে না, সন্তানের বয়স অনুযায়ী তাকে ছোট ছোট দায়িত্ব দিন। যেমন - নিজের খেলনা গোছানো, ঘর গোছাতে সাহায্য করা, নিজের জামাকাপড় গুছিয়ে রাখা ইত্যাদি। এই ধরনের কাজগুলো সফলভাবে করতে পারলে নিজের সক্ষমতা সম্পর্কে বিশ্বাস জন্মাবে। পাশাপাশি পাও থাকবে মাটিতে।

৪.  ভুল থেকে শিখতে সাহায্য করা: ভুল করা স্বাভাবিক এবং প্রতিটি ভুল থেকেই কিছু না কিছু শেখা যায় - এই বিষয়টি আপনার সন্তানকে বোঝান। সন্তান কোনও ভুল করলে, তিরস্কার না করে বরং সেই ভুল থেকে কী শেখা যায় তা নিয়ে আলোচনা করুন। ভুল সংশোধনের জন্য তাকে উৎসাহিত করুন।