আজকাল ওয়েবডেস্ক: কারেন ভাইরা তিন দেশে ছড়়িয়ে ছিটিয়ে খেলছেন। একজন ভারতে, একজন বাংলাদেশে এবং একজন পাকিস্তানের মাটিতে। সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। তিন ভাই এমনই এক দৃশ্যের জন্ম দিলেন। তাঁরা খেলছেন প্রতিবেশী তিন দেশে। কিন্তু তাঁদের কারও পথই এক বিন্দুতে এসে মিলবে না। 

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবোয়ে। বেন কারেন এখন বাংলাদেশে। রবিবার থেকে শুরু জিম্বাবোয়ে-বাংলাদেশ প্রথম টেস্ট। সেই টেস্টে জিম্বাবোয়ের হয়ে খেলতে দেখা যাবে বেন কারেনকে। 

কারেন ভাইদের মধ্যে সবথেকে পরিচিত স্যাম কারেন এখন ভারতে। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছেন স্যাম। কারেন ভাইদের মধ্যে সবথেকে বড় টম কারেন আবার পাকিস্তানের মাটিতে। পাকিস্তান সুপার লিগ খেলতে ব্যস্ত তিনি। লাহোর কালান্দার্স দলের সদস্য় টম। 

কারেন পরিবারের তিন প্রজন্ম ক্রিকেটের সঙ্গে জড়িত। বাবা কেভিন কারেন জিম্বাবোয়ের হয়ে ১১টি ওয়ানডে খেলেছেন। প্যাট্রিক কারেন ছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটার। 

টম ও স্যাম কারেন ইংল্যান্ডের হয়ে খেলেছেন। ২০১৯ সালে টম জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ। ২০২২ সালে স্যাম জিতেছেন টি–টোয়েন্টি বিশ্বকাপ। বেন কারেন খেলেন জিম্বাবোয়ের হয়ে। এই মুহূর্তে তিন ভাই এখন তিন দেশে ক্রিকেট খেলতে ব্যস্ত।