৩৪ বছরে পা দিলেন ফতিমা সানা শেখ। বলিউডে যাঁর যাত্রা শুধুই তারকাখ্যাতির গল্প নয়, বরং ধীরে ধীরে নিজেকে প্রমাণ করার এক দীর্ঘ, পরিশ্রমী ও সচেতন অভিনয়-যাত্রা। এক সময়ের এক ঘরের সংসার, ভাগ করা রান্নাঘর থেকে আজ বলিউডের অন্যতম ভরসাযোগ্য অভিনেত্রী- ফতিমার এই উত্থান নিঃসন্দেহে অনুপ্রেরণার।
2
8
দঙ্গল: ফতিমার কেরিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে ২০১৬ সালে, আমির খান অভিনীত ‘দঙ্গল’-এর মাধ্যমে। গীতা ফোগাটের চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে করতে হয়েছিল কঠোর শারীরিক রূপান্তর। ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে কমনওয়েলথ গেমসে সোনা জেতা গীতার চরিত্রে ফতিমার অভিনয় শুধু প্রশংসাই কুড়োয়নি, বরং তাঁকে বলিউডের ম্যাপে স্থায়ীভাবে বসিয়ে দেয়।
3
8
লুডো: এরপর একের পর এক ভিন্নধর্মী চরিত্র বেছে নিয়ে নিজের অভিনয় ক্ষমতার পরিধি বাড়িয়েছেন ফতিমা। অনুরাগ বসু পরিচালিত ডার্ক কমেডি ‘লুডো’ (২০২০)-তে ‘পিঙ্কি’ চরিত্রে তাঁকে দেখা যায় এক জটিল পরিস্থিতিতে আটকে পড়া নারীর ভূমিকায়, যেখানে প্রেম, অপরাধ আর মানবিক দুর্বলতা একসঙ্গে মিশে যায়।
4
8
স্যাম বাহাদুর: ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘স্যাম বাহাদুর’-এ ফিল্ড মার্শাল স্যাম মানেকশ’র জীবনীভিত্তিক ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় ছিল ফাতিমার কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং অধ্যায়। সংযত অভিনয়, ভারসাম্যপূর্ণ অভিব্যক্তি ও গাম্ভীর্যের মাধ্যমে তিনি প্রমাণ করেন, ঐতিহাসিক চরিত্রও তাঁর কমফোর্ট জোনের বাইরে নয়।
5
8
অজীব দাস্তাঁস: নেটফ্লিক্স অ্যান্থোলজি ‘অজীব দাস্তাঁস’ (২০২১)-এর ‘মজনু’ অংশে ফাতিমা ফুটিয়ে তোলেন ভালোবাসাহীন দাম্পত্যে আটকে থাকা এক নারীর গল্প, যেখানে কামনা, ক্ষমতা ও বিপদের জটিল খেলা ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে। এই চরিত্র তাঁর সাহসী চিত্রনাট্য বাছাইয়ের অন্যতম দৃষ্টান্ত।
6
8
সূরজ পে মঙ্গল ভারী: কমেডি ঘরানাতেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। ‘সূরজ পে মঙ্গল ভারী’ (২০২০)-তে তুলসি রানে চরিত্রে দ্বৈত জীবনের গল্পে ফাতিমার কমিক টাইমিং নজর কেড়েছে। দিলজিৎ দোসাঞ্জ ও মনোজ বাজপেয়ীর সঙ্গে তাঁর রসায়ন ছবিটিকে আলাদা মাত্রা দেয়।
7
8
গুস্তাখ ইশক: ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘গুস্তাখ ইশক’-এ বিজয় ভার্মার বিপরীতে ‘মিনি’ চরিত্রে পুরনো দিনের ধীরগতির প্রেমকাহিনিতে ফাতিমার অভিনয় প্রশংসিত হয়। একই বছরে মুক্তি পেয়েছিল ‘মেট্রো…ইন দিনো’। ২০০৭ সালের ‘লাইফ ইন এ… মেট্রো’-র স্পিরিচুয়াল সিক্যুয়েল, যেখানে আধুনিক শহুরে সম্পর্ক, একাকীত্ব ও ভালবাসার গল্পে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায়। এছাড়াও আর মাধবনের সঙ্গে ‘আপ জ্যায়সা কোই’ ছবিতে বয়সের ফারাক, পিতৃতন্ত্র ও সামাজিক প্রত্যাশার মতো বিষয় উঠে আসবে।
8
8
আজ ফতিমা সানা শেখের আনুমানিক নেট ওয়ার্থ ৮০ কোটি টাকারও বেশি। কিন্তু তাঁর কেরিয়ারের আসল সাফল্য সংখ্যার চেয়েও বড়-নিজের শর্তে, নিজের গতিতে, চরিত্রকে প্রাধান্য দিয়ে এগিয়ে চলার সাহস। শেষবার তাঁকে দেখা গেছে ‘গুস্তাখ ইশক’-এ, আর সামনে রয়েছে আরও বহু চ্যালেঞ্জিং চরিত্র।