আজকাল ওয়েবডেস্ক: ভদোদরায় ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ড একাদশে জায়গা পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত লেগ-স্পিনার আদিত্য অশোক।

রবিবার ভদোদরায় অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে আন্তর্জাতিক মঞ্চে ফের নজর কাড়ার সুযোগ পাবেন তিনি। দক্ষিণ ভারতের ভেলোরে জন্ম আদিত্য অশোকের।

মাত্র চার বছর বয়সেই বাবা-মায়ের সঙ্গে তিনি নিউজিল্যান্ডের অকল্যান্ডে চলে যান। সেখানেই তাঁর ক্রিকেট জীবনের ভিত গড়ে ওঠে। সেখানকার নাগরিকত্ব পেয়ে সেখানেই ক্রিকেট খেলা শুরু করেন ধীরে ধীরে।

অকল্যান্ডের ঘরোয়া ক্রিকেট ব্যবস্থার মধ্য দিয়েই ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন অশোক। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেন তিনি।

২০২১ সালের ডিসেম্বর মাসে অকল্যান্ডের হয়ে পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় অশোকের। খুব অল্প সময়ের মধ্যেই তিন ফরম্যাটেই নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি।

২০২২-২৩ মরশুমে কেরিয়ারের প্রথম বড় সাফল্য পান তিনি। নিউজিল্যান্ডের ‘ইয়ং ক্রিকেটার অফ দ্য ইয়ার’ সম্মানে ভূষিত হন আদিত্য। সংযুক্ত আরব আমিরশাহি সফরে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পান অশোক। সেই সিরিজে একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।

এর কয়েক মাস পর বাংলাদেশের বিরুদ্ধে ওডিআইয়ে অভিষেক ঘটে তাঁর। তবে অভিষেকের পরই পিঠের চোট তাঁকে দীর্ঘ সময় মাঠের বাইরে রাখতে বাধ্য করে।

এখনও পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে দুইটি উইকেট। ব্যক্তিগত জীবনে তামিল সুপারস্টার রজনীকান্তের বড় ভক্ত আদিত্য অশোক।

তাঁর হাতে ট্যাটু করা রয়েছে তামিল ভাষায় লেখা ‘এন ভাঝি থানি ভাঝি’ (আমার পথ আলাদা)। এটি রজনীকান্তের সিনেমা ‘পদায়াপ্পা’-র একটি বিখ্যাত সংলাপ।

জানা গিয়েছে, এই সংলাপটির সঙ্গে আরও একটি আবেগ জড়িয়ে রয়েছে আদিত্য অশোকের। নিজের দাদুর সঙ্গে দেখা শেষ পদায়াপ্পা সিনেমাটিই দেখেছিলেন নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটার।

উপমহাদেশীয় আবহাওয়ায় খেলার প্রস্তুতি হিসেবে ২০২৫ সালে কয়েক সপ্তাহ চেন্নাই সুপার কিংসের অ্যাকাডেমিতেও অনুশীলন করেন আদিত্য অশোক। ভারতের বিরুদ্ধে এই সিরিজে তাঁর পারফরম্যান্সের দিকেই এখন তাকিয়ে ক্রিকেট মহল।