আজকাল ওয়েবডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। তার আগেরদিন রাজভবনের তরফে চিঠি দিয়ে উপাচার্যকে অপসারিত করার ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, উপাচার্য নিয়োগ এবং অপসারণ সংক্রান্ত বিষয়ে রাজ্যপালের কোনও ভূমিকা থাকবে না। তারপরেও কীভাবে এই পদক্ষেপ সিভি আনন্দ বোস নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের নির্দেশ অমান্য করে সমাবর্তন অনুষ্ঠানের ঘোষণা করেন বুদ্ধদেব সাউ। তাই সমাবর্তনের আগের দিন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের আগে নির্দেশ অমান্য করা প্রধান কারণ হলেও আরও তিনটে অভিযোগ উঠছে অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউয়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই রাজ্যপালের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সমস্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য।