আজকাল ওয়েবডেস্ক: দিল্লি ক্যাপিটালস- রাজস্থান রয়্যালস ম্যাচের একমাত্র আকর্ষণ সুপার ওভার ছিল না। ম্যাচ শেষে দুই তারকা যশস্বী জয়েসওয়াল এবং মিচেল স্টার্কের মধ্যে কথোপকথনও ফ্যানদের নজর কাড়ে। বর্ডার-গাভাসকর ট্রফিতে একে অপরকে স্লেজিং করার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। সেই স্মৃতি এখনও মানুষের মনে টাটকা। স্টার্কের একটি বল খেলার পর যশস্বী বলেছিলেন, 'বলটা খুব ধীরে আসছে।' স্ট্যাম্প মাইকে সেই মন্তব্য ধরা পড়ে। যা ফ্যানদের দৃষ্টি আকর্ষণ করে। পরে স্টার্ক জানান, যশস্বীর মন্তব্য তিনি শোনেননি। কিন্তু সেই পর্ব এখন অতীত।
বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খোশমেজাজে গল্প করতে দেখা যায় দুই তারকাকে। শেষ ওভারে স্টার্কের বোলিং ম্যাচ সুপার ওভারে ঠেলে দেয়। যা জেতে দিল্লি। দু'জনকে ক্যামেরাবন্দি করা হয়। সেখানে যশস্বী এবং স্টার্ককে আলিঙ্গন করতে দেখা যায়। তারপর দু'জনকে হাসিমুখে গল্প করতে দেখা যায়। জয়েসওয়ালকে বলতে শোনা যায়, 'দিল্লিতে মজা করছো? তার উত্তরে স্টার্ক বলেন, 'আমরা সবে পাঁচদিন হল এখানে আছি।' কয়েক মাস আগে লাল বলের ক্রিকেটে রুদ্রমূর্তিতে পাওয়া গিয়েছিল দুই তারকাকে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরতেই বন্ধুত্বপূর্ণ পরিবেশ।
