'২৩ বছর বয়সেই...,' নূপুরের গায়ে হলুদের মাঝেই কৃতীকে নিয়ে দুশ্চিন্তায় মা গীতা! কী বললেন বড়মেয়ের বিয়ে নিয়ে?
নিজস্ব সংবাদদাতা
১০ জানুয়ারি ২০২৬ ১৯ : ৪২
শেয়ার করুন
1
5
অভিনেত্রী কৃতী শ্যাননের বোন নূপুর শ্যানন এবং গায়ক স্টেবিন বেনের রাজকীয় বিয়ের আসর বসছে উদয়পুরে। আর এই বিয়ের আবহেই তাঁদের মা গীতা শ্যাননের একটি পুরনো সাক্ষাৎকার আবারও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি বড়মেয়ে কৃতি শ্যাননের বিয়ে নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন।
2
5
গীতা শ্যানন জানিয়েছিলেন, তিনি চেয়েছিলেন ২৩ বা ২৪ বছর বয়সের মধ্যেই কৃতি বিয়েটা সেরে ফেলুক। নিজের দুশ্চিন্তার কারণ ব্যাখ্যা করে তিনি বলেছিলেন,"আমি ওকে সবসময় বলতাম যে ২৩ বছরের মধ্যে ওর বিয়ে হয়ে যাওয়া উচিত।"
3
5
তিনি আরও বলেছিলেন, "আসলে আমি নিজে মনে করি আমার নিজের বিয়েটা একটু দেরিতে হয়েছিল। নূপুরের জন্মের সময় আমার বয়স ৩০ পেরিয়ে গিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই আমার মনে হতো ২৩-২৪ বছর বয়সটাই বিয়ের জন্য একদম উপযুক্ত সময়।"
4
5
এদিকে, নূপুরের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে উদয়পুর পৌঁছেছেন কৃতি শ্যানন। মজার বিষয় হল, কৃতির সঙ্গে সেখানে দেখা গিয়েছে তাঁর চর্চিত প্রেমিক কবীর বাহিয়াকে। যদিও তাঁরা আনুষ্ঠানিকভাবে এই সম্পর্কের কথা এখনও স্বীকার করেননি, তবে নূপুর-স্টেবিনের বিয়েতে তাঁদের এই ঘনিষ্ঠ উপস্থিতি নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।
5
5
নূপুর শ্যানন ও গায়ক স্টেবিন বেনের বিয়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ১১ জানুয়ারি চারহাত এক হতে চলেছে তাঁদের। তার আগেই রাজস্থানের উদয়পুরে শুরু হয়ে গিয়েছে তিন দিনের জমকালো বিয়ের অনুষ্ঠান। ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আয়োজনের সঙ্গীত ও গায়ে হলুদের ঝলক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।