উন্মুক্ত পিঠ! লাল গাউনে মোহময়ী সারা অর্জুন, উত্তাল নেটপাড়া
নিজস্ব সংবাদদাতা
১০ জানুয়ারি ২০২৬ ২১ : ৩২
শেয়ার করুন
1
5
শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করলেও সারা অর্জুন এখন বিনোদন জগতের অন্যতম চর্চিত নাম। রণবীর সিং-এর বিপরীতে 'ধুরন্ধর' ছবিতে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর কিছু নতুন ছবি প্রকাশ পেয়েছে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে তাঁকে একটি টকটকে লাল রঙের গাউনে দেখা যাচ্ছে, যেখানে তাঁর রাজকীয় উপস্থিতি নেটিজেনদের মুগ্ধ করেছে।
2
5
সারার এই লুকের প্রশংসা করতে গিয়ে অনুরাগীরা মন্তব্য বক্স ভরিয়ে দিয়েছেন। একজন অনুরাগী লিখেছেন, 'অনেকদিন পর এমন কাউকে দেখলাম যার মধ্যে সত্যিকারের সিনেমার পর্দার উজ্জ্বলতা বা স্টারডম আছে।" অন্য অনেকে তাঁকে আগামী দিনের 'বলিউড কুইন' হিসেবেও আখ্যা দিয়েছেন।
3
5
‘ধুরন্ধর’ ছবির এই অভিনেত্রীর প্রতিটি ছবিতেই তার ফ্যাশন সেন্স এবং আত্মবিশ্বাস ফুটে উঠেছে। নেটিজেনদের মতে, কেবল অভিনয় নয়, স্টাইল এবং ব্যক্তিত্বের দিক থেকেও সারা এখন অনেককে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন। পর্দার সেই ছোট্ট সারা যে এখন বড় হয়ে পুরোদস্তুর গ্ল্যামারাস নায়িকার রূপ নিয়েছেন, তা তাঁর এই সাম্প্রতিক ফটোশুটেই স্পষ্ট।
4
5
'ধুরন্ধর'-এ রণবীর সিং-এর বিপরীতে তাঁর অভিনয় দর্শক এবং সমালোচক মহলেও প্রশংসিত হয়েছে। ছবিটির সাফল্যের পিছনে সারার সরলতাকেও অনেকে মূল আকর্ষণ বলে উল্লেখ করেছেন।
5
5
সহ-অভিনেতা রণবীরের সঙ্গে প্রায় ২০ বছরের বয়সের ফারাক সারার। তাই পর্দায় দু'জনকে রোম্যান্স করতে দেখে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। কিন্তু এই সবকিছুকে ছাপিয়ে গিয়েছে সারার অভিনয়। আর তাই এখন নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন অভিনেত্রী।