উত্তেজনার পারদ বাড়িয়ে রাতারাতি জনপ্রিয়তা! 'টক্সিক'-এ যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কে এই রহস্যময়ী?
নিজস্ব সংবাদদাতা
১০ জানুয়ারি ২০২৬ ২০ : ২৯
শেয়ার করুন
1
5
সুপারস্টার যশের আগামী ছবি 'টক্সিক' নিয়ে দর্শক মহলে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। সম্প্রতি ছবিটির টিজার প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। তবে টিজারের অ্যাকশন বা যশের লুকের পাশাপাশি দর্শকের নজর কেড়েছে একটি ঘনিষ্ঠ দৃশ্য! সেই দৃশ্যে এক রহস্যময়ীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে যশকে।
2
5
অনেকেই প্রশ্ন তুলছিলেন, এই রহস্যময়ী সুন্দরী কে? অবশেষে জানা গেল তাঁর পরিচয়। তিনি হলেন ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী বিয়াট্রিজ টাফেনবাচ। বিয়াট্রিজ মূলত একজন আন্তর্জাতিক মডেল, যিনি গ্ল্যামার দুনিয়ায় বেশ পরিচিত মুখ। তবে যশের মতো প্যান-ইন্ডিয়া স্টারের বিপরীতে 'টক্সিক'-এর মাধ্যমে তিনি ভারতীয় চলচ্চিত্রে বড়সড় ব্রেক পেতে চলেছেন।
3
5
টিজারে তাঁর এবং যশের রসায়ন ও বিশেষ করে সেই ঘনিষ্ঠ দৃশ্যটি নিয়ে এখন নেটপাড়ায় জোর চর্চা চলছে। নেটিজেনদের একাংশের মতে, ছবির গল্পে এই অভিনেত্রীর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ এবং রহস্যে ঘেরা হতে চলেছে।
4
5
গীতু মোহনদাস পরিচালিত এই ছবিটি মূলত গোয়ার ড্রাগ মাফিয়া এবং অন্ধকার জগতের গল্প বলবে। যশ এখানে এক বিধ্বংসী লুকে ধরা দিয়েছেন। বিয়াট্রিজ ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নয়নতারা এবং কিয়ারা আদবানির মতো তারকাদের। তবে টিজারে বিয়াট্রিজের উপস্থিতি দর্শকের মনে আলাদা কৌতূহল তৈরি করেছে।
5
5
যশের 'কেজিএফ' চ্যাপ্টার ২-এর আকাশছোঁয়া সাফল্যের পর এই ছবিটির দিকে তাকিয়ে আছে গোটা ভারত। তবে আপাতত আলোচনার কেন্দ্রে সেই ঘনিষ্ঠ দৃশ্য এবং বিয়াট্রিজ টাফেনবাখের বোল্ড লুক। তাই বলাই যায়, যশের ছবির হাত ধরে বিয়াট্রিজ রাতারাতি ভারতীয় দর্শকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।